#সাউদাম্পটন: একদলের হারানোর কিছু নেই। আরেক জনের কাছে নক আউটের লড়াই। এই অবস্থায় আজ, সোমবার সাউদাম্পটনে মুখোমুখি আফগানিস্তান ও বাংলাদেশ। এজিস বোলে শনিবার ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম অঘটন কার্যত ঘটিয়ে দিয়েছিলেন নবি, রশিদরা। হারতে হয়েছিল স্রেফ ফিনিশিং ও অভিজ্ঞতার অভাবে। হারানোর কিছু না থাকায় কার্যত আজ খোলা মনেই খেলবে আফগানরা। শেষ চারের এখনও ক্ষীণ আশা রয়েছে বাংলাদেশের সামনে। তাই দুই পয়েন্ট পেতে মরিয়া মাশরাফিরা। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নঈব ৷ বাংলাদেশের প্রথম একাদশে দুটি বদল ঘটেছে ৷ রুবেল হোসেন এবং সাব্বির রহমানের জায়গায় দলে এসেছেন মোসাদ্দেক হোসেন এবং মহম্মদ সইফুদ্দিন ৷
The Bangladesh team have a quick team huddle before the toss at the Hampshire Bowl.#RiseOfTheTigers pic.twitter.com/B4tqG3qihP
— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019
TOSS RESULT: Afghanistan win the toss and will bowl first!#RiseOfTheTigers #AfghanAtalan#CWC19 | #BANvAFG pic.twitter.com/6QfbEQDE3b— Cricket World Cup (@cricketworldcup) June 24, 2019