রোজারিও: সেই দিয়েগো মারাদোনার সময় থেকেই আর্জেন্টিনার ভক্ত ভারত, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ। ব্রাজিলের একাধিপত্যে এভাবেই ভাগ বসিয়েছিল আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ যেন এক সুতোয় বেঁধে দিয়েছে বাংলাদেশ আর আর্জেন্টিনাকে। আগে থেকেই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী ছিল।
তবে এর আগে তাদের আবেগ-উম্মাদনা নিয়ে বিশ্ব মিডিয়ায় এমন মাতামাতি হয়নি, যেমনটি গত বিশ্বকাপে হল। বাংলাদেশের মানুষকে বিশ্বকাপের সময় ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল।
কদিন আগে বিশ্বকাপ জয় নিয়ে আর্জেন্টিনার ‘ওলে’ পত্রিকাকে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেই সাক্ষাৎকারেও এক পর্যায়ে উঠে আসে বাংলাদেশ এবং এ দেশের মানুষদের আর্জেন্টিনা ও মেসিকে সমর্থনের প্রসঙ্গটি। এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে বাংলাদেশের পতাকা সামনে এনে ধন্যবাদ ও সম্মাননা জানালো হল।
The flag of Bangladesh🇧🇩 was honored during the inauguration of a football league in Argentina🇦🇷 today. May the red-green flag of victory fly all over the world. 📷 Collected #Argentina #Bangladesh #football #bangladeshi pic.twitter.com/DDc1xhrkwS
— Afrin🇧🇩 (@Afrin_2920) February 7, 2023
লিগের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে। ভারতের পশ্চিমবঙ্গ এবং কেরলেও বিশ্বকাপের সময় প্রচুর সমর্থক ছিল আর্জেন্টিনার। কয়েক হাজার মানুষ রাতের পর রাত জেগেছেন শুধু মেসির দেশকে চ্যাম্পিয়ন দেখার জন্য।
৩৬ বছর পর অবশেষে তাদের সেই স্বপ্ন সফল হয়েছে। আর্জেন্টিনা আগেই ধন্যবাদ জানিয়েছিল ভারতকে। এবার আর্জেন্টিনার ফুটবল লিগে বাংলাদেশের পতাকা রাখার মাধ্যমে তারা নজিরবিহীন সম্মান জানাল বাংলাদেশকে। এখন দেখার বাংলাদেশের ফুটবল কতটা উন্নতি করে এই মোটিভেশন পেয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।