#ঢাকা: দুঃসময়ে বরের পাশে দাঁড়ানো স্ত্রীর কর্তব্য। আর সেটাই করলেন শাকিব আল হাসানের স্ত্রী। গোটা ক্রিকেট দুনিয়া শাকিবের বিরুদ্ধে গেলেও স্ত্রীকে পাশে পেলেন বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। এমনিতে তিনি মাথা ঠাণ্ডা ক্রিকেটার হিসাবেই পরিচিত। কিন্তু অনেক সময় মাঠে আবেগে ভেসে যান খেলোয়াড়রা। শাকিবের ক্ষেত্রেও সেটাই হয়েছে। তিনি হঠাত্ করেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন। ভুল যে করেছেন সেটা উপলব্ধি করেছিলেন শাকিব। ক্ষমাও চান। কিন্তু লাভ হয়নি। বিতর্ক, সমালোচনা হচ্ছেই। শেষ পর্যন্ত বরের হয়ে সাফাই গাইলেন শাকিবের স্ত্রী। তিনি সোজাসুজি দাবি করেছেন, তাঁর স্বামীকে ইচ্ছে করেই ভিলেন বানানোর ছক হচ্ছে।
ঢাকা প্রিমিয়াল লিগে (DPL) আবাহনীর বিরুদ্ধে মাথা গরম করে ফেলেন শাকিব। মহামেডান স্পোর্টিয়ের হয়ে খেলতে নেমে শাকিব আম্পায়ারের সামনে একটি আউটের আপিল করেন। আম্পায়ার সেই আবেদন খারিজ করেন। এর পরই শাকিব মাথা গরম করে লাথি মেরে উইকেট ভেঙে দেন। এদিন যেন মাথা গরম করেই মাঠে নেমেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। ম্যাচের মাঝে বৃষ্টি শুরু হওয়ায় আম্পায়ার আম্পায়ার পিচ ঢাকার জন্য মাঠকর্মীদের নির্দেশ দেন। তাতেও রেগে গিয়ে হাতে করে স্টাম্পস তুলে ফেলেন। শাকিবের এমন দুটি কাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এর পরই সমালোচনার মুখে পড়েন শাকিব। তবে শেষমেশ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান শাকিব। তাতেও বরফ গলেনি।
এবার শাকিবের স্ত্রী উমি আল হাসান দাবি করেছেন, তাঁর স্বামীকে ষড়যন্ত্র করে খলনায়ক হিসাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''সংবাদমাধ্যমের মতো আমিও ব্যাপারটা উপভোগ করছি। যাক শেষ পর্যন্ত টিভিতে কিছু একটা খবর তো হল! যারা আসল ব্য়াপারটা দেখে সমর্থন করছেন তাদের জন্য ভাল লাগছে। অন্তত কেউ একজন তো ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখিয়েছিল। এখানে যে ব্যাপারটা দেখানো উচিত ছিল তা হল আম্পায়ারদের ভুল সিদ্ধান্ত। কিন্তু ওর রাগটাকেই বড় করে দেখানো হল। আসল ব্যাপারটা চাপা পড়ে গেল। আমার কাছে এটা একটা সাজানো প্লট, যেখানে ষড়যন্ত্র করে ওকে খলনায়ক হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে। আপনি ক্রিকেটভক্ত হলে সাবধান।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Shakib Al Hasan