#কলকাতা: টিভি শো-তে বেলাগাম অশালীন মন্তব্যের জেরে এখন সাসপেন্ড টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল ৷ করণ জোহরের জনপ্রিয় টক শো-তে একের পর এক বিতর্কিত মন্তব্য করে এখন বেকায়দায় হার্দিকরা ৷ ক্ষমা চেয়ে নিলেও দুই ক্রিকেটারের ক্রিকেট ভবিষ্যত নিয়েই এখন প্রশ্ন উঠেছে ৷ এই বিতর্কের মাঝেই আবার নতুন মাত্রা যোগ করলেন বিজেপি-র সাংসদ বাবুল সুপ্রিয় ৷
সিওএ-র অন্যতম সদস্য ডায়না এডুলজি-কে একহাত নিয়ে বাবুল ট্যুইটারে পোস্ট করেন, এই ঘটনায় ডায়না এডুলজি একটু বেশি সক্রিয় হয়ে দুই ক্রিকেটারেরই কেরিয়ার শেষ করতে চাইছেন ৷ ওদের কি চিন্তাভাবনা ‘ফসিল’-এ পরিণত হয়েছে ? তরুণদের পরিচালনা করতে হলে সিনিয়রদের আরও দূরদর্শিতা দেখাতে হবে। কারও ভুল শুধরে দেওয়া ও তাঁদের জীবন শেষ করে দেওয়ার মধ্যে পার্থক্যটা ক্রমশ চওড়া হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, Diana Edulji, Hardik Pandya, KL Rahul