হোম /খবর /খেলা /
ভারত থেকে বিশ্বকাপ নিয়ে ফিরবে পাকিস্তান! ওপেন চ্যালেঞ্জ অধিনায়ক বাবরের

ভারত থেকে বিশ্বকাপ নিয়ে ফিরবে পাকিস্তান! ওপেন চ্যালেঞ্জ অধিনায়ক বাবরের

ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়াতে চান বাবর

ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়াতে চান বাবর

  • Share this:

লাহোর: চলতি বছরে ভারতে আয়োজন হতে চলা একদিনের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি পাকিস্তান শুরু করে দিয়েছে। দলের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ভালো প্রদর্শন করার দিকেই দলের ক্রিকেটারদের পাখির চোখ। সম্প্রতি আইসিসি টুর্নামেন্টগুলিতে তারা ভাল প্রদর্শন করেছেন, তাই বাবর আত্মবিশ্বাসী ১৯৯২ সালের পর আবার বিশ্বকাপ পাকিস্তানে যাবে। বাবর মনে করেন, ওপেনিংয়ে তিনি ও রিজওয়ান ইনিংসকে ভালো ভাবে শুরু করতে পারবেন।

এর পাশাপাশি দলে অনেক ক্রিকেটার আছেন যারা দলকে ম্যাচ জেতানোর জন্য মুখিয়ে আছেন, টুর্নামেন্টে যা দলকে ভীষণভাবে সাহায্য করবে। জিও নিউজে একান্ত সাক্ষাৎকারে পাক অধিনায়ক জানান, ভারতে বিশ্বকাপের উপর আমাদের নজর আছে। টুর্নামেন্টে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টপ অর্ডারে মহাম্মদ রিজওয়ানের সঙ্গে আমি নিয়মিত রান করার চেষ্টা করবো, আমাদের ওপেনিং জুটি খুবই ভাল।

কিন্তু এটাও সত্যি প্রতিটি ইনিংসে রান করা সম্ভব নয়, এই জন্য দলে কেবল দুইজন খেলোয়াড়ের উপর নির্ভর না করাটা গুরুত্বপূর্ণ। যদিও, দলে আরো অনেক ক্রিকেটার রয়েছেন যারা তাদের প্রদর্শনের মাধ্যমে দলকে ম্যাচ জেতাতে চান। পাকিস্তানে আয়োজন হতে চলা আসন্ন এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় পাকিস্তানের ভারতে আয়োজন হতে চলা বিশ্বকাপে অংশগ্রহণের উপর প্রশ্ন দেখা দিয়েছিল।

পাক বোর্ডের প্রাক্তন প্রধান রামিজ রাজা জানিয়েছিলেন, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসলে পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এরপরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান প্রধান নাজাম শেঠি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আধিকারিকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে বৈঠক করেন। কিন্তু বৈঠক থেকে সদর্থক কিছু বেরোয়নি।

বাবর যাবতীয় সমালোচনা ও কিভাবে এই সমালোচনা তিনি সামলান এই বিষয়ে বলেন। বাবর বলেন, ' সমালোচনা হবেই কারণ প্রত্যেকে তোমার পক্ষে কথা বলবে এটা হওয়া সম্ভব নয়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি, কারণ এটা আমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। একদিনের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দুবার ফাইনালে উঠেছে। এর মধ্যে ১৯৯২ সালে ইংল্যান্ডকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়, ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা রানার্স হয়।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Babar Azam