#মেলবোর্ন: মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় সুশান্ত সিং রাজপুতকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়৷ সুশান্তের মৃত্যুর পরে সেই 'এমএস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি'-ই স্মরণ করেই টুইট করলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন৷ ধোনির বায়োপিকে সুশান্তের অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন৷
I can’t stop thinking about #sushantsinghrajput. It is just so tragic!!! In The Untold Story, at times you forgot whether it was Sushant or MSD. Amazing portrayal and now the world is much poorer with him not here in it. #gonetoosoon pic.twitter.com/pFYz4cD9jK
— Shane Watson (@ShaneRWatson33) June 15, 2020
ট্যুইটারে শেন ওয়াটসন লিখলেন, 'সুশান্ত সিং রাজপুতের পরিণতি নিয়ে চিন্তাটা কিছুতেই মাথা থেকে বেরচ্ছে না৷ খুবই বেদনাদায়ক৷ আনটোল্ড স্টোরি দেখতে দেখতে আমি গুলিয়ে ফেলছিলাম মাঝে মাঝে, এটা সুশান্ত না এমএসডি৷ কী অসাধারণ অভিনয়!'
ধোনির বায়োপিকে অভিনয়ের জন্য প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার কিরণ মোরে ও ধোনির ছেলেবেলার কোচ কেশব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওভারটাইম কাজ করতেন৷ ধোনির হেলিকপ্টার শট রপ্ত করতে রবিবার ছুটির দিনেও ঘণ্টার পর ঘণ্টা প্র্যাক্টিস করতেন সুশান্ত৷
কেশব বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'আমার মনে আছে, ও রাঁচিতে এসেছিল৷ আমাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়৷ মাহির বন্ধুরাও ছিল৷ ও সব সময় আমাকে বলত, দাদা ধোনি কা হেলিকপ্টার শট শিখা দো না৷'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।