#মেলবোর্ন: ফাইনালে তিনি প্রথম একাদশে ছিলেন না ৷ কিন্তু তাতে কী, দল পঞ্চমবার জিতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ ৷ একটা ডান্স তো বনতাই হ্যায়...৷ হ্যাঁ, অজি ক্রিকেটার মলি স্ট্র্যানো ৷ ২৭ বছরের ভিক্টোরিয়ার এই অফ-স্পিনার খেলা শেষে যে নাচটা নাচলেন তাতে মুগ্ধ প্রত্যেকেই ৷ আইসিসি-র তরফেও সেই ভিডিও ট্যুইট করে বলা হয়, দারুণ নেচেছ মলি ! স্টেপসগুলো খুবই ভাল হয়েছে ৷
After #TheBigDance... ... you dance some more Loving the moves @MollyStrano #T20WorldCup pic.twitter.com/K7t8SrNQmJ
— T20 World Cup (@T20WorldCup) March 8, 2020
তিন বছর আগে লর্ডসের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মেয়েদের। ইংল্যান্ডের কাছে হেরে শূন্য হাতে ফিরতে হয়েছিল মিতালি রাজ-হরমনপ্রীত কউরদের। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও তারই পুনরাবৃত্তি হল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs AUS, Molly Strano