#লন্ডন: ঘুমন্ত মহিলাকে ধর্ষণের অপরাধে দোষী সব্যস্ত হলেন অস্ট্রেলীয় ক্রিকেটার৷ ইংল্যান্ডের ওরসেস্টর ক্রাউন কোর্ট এই রায় জানিয়েছে৷
২৩ বছরের হেপবার্ন ২০১৩ সাল থেকেই ইংল্যান্ডের বাসিন্দা৷ আদালত সূত্রে জানা গিয়েছে দলীয় সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে সেক্সুয়াল কংকোয়েস্ট গেম-এ মেতে উঠেছিলেন ওরসেস্টরশায়ার কাউন্টি দলের সদস্য হেপবার্ন৷
গেম জেতার জন্য হেপবার্ন এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে তার অ্যাপার্টমেন্টের বিছনায়া ঘুমন্ত অবস্থায় থাকা এক মহিলাকে ধর্ষণ করতে শুরু করেন৷ এই ঘৃণ্য কাজ করার জন্য দোষী সব্যস্ত করার পাশাপাশি হেপবার্নকে তিরস্কারও করেছে আদালত৷