#রিও ডি জেনেইরো: যতো কাণ্ড অস্ট্রেলিয়া দলকে ঘিরেই ৷ এমনিতেই ভিলেজ নিয়ে অজি অ্যাথলিটদের নানা সমস্যা ৷ সেখানকার ব্যবস্থা নিয়ে তাঁরা একেবারেই খুশি নয় ৷ এবার আবার চোরদের পাল্লাতেও পড়তে হল তাঁদের ৷ হ্যাঁ ! অব্যবস্থার পর এ বার অলিম্পিক ভিলেজে চুরির অভিযোগ উঠল।অস্ট্রেলিয়ার শেফ দ্য মিশন কিটি চিলার জানান, ভিলেজের বেসমেন্টে আগুন লাগার ফলে ভিলেজ খালি করে দেওয়ার সময় তাঁদের একটি ল্যাপটপ এবং টিম শার্ট চুরি হয়েছে।
চুরির ঘটনার পর ভিলেজের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হলেও গোটা বিষয়টা মোটেই ভাল চোখে দেখছে না অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট ৷
এদিকে গেমস ভিলেজে সমস্যায় পড়েছেন ভারতীয় হকি দলের খেলোয়াড়রাও ৷ কারণ ঘরগুলিতে যথেষ্ট পরিমাণের আসবাবপত্রের অভাব ৷ তাতে যথেষ্ট সমস্যায় সর্দাররা ৷ ঘরে নেই যথেষ্ট চেয়ার টেবল। নেই যথেষ্ট সংখ্যায় টিভি সেটও। রিওতে ভারতীয় দলের অভিযান শুরু হচ্ছে শনিবারই ৷ প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড ৷ গেমস ভিলেজের এই অবস্থায় যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় দল ৷ কোচ অল্টম্যানস অভিযোগও জানিয়েছেন ভিলেজ কর্তৃপক্ষকে ৷ ভারতীয় দলের শেফ দ্য মিশন রাকেশ গুপ্তাকে চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘অলিম্পিক ভিলেজের অ্যাপার্টমেন্টে ঠিকঠাক আসবাবপত্র নেই। নেই যথেষ্ট টিভি সেটও। ছ’জনের থাকার মতো এক-একটা অ্যাপার্টমেন্টে মাত্র দুটো চেয়ার। সাতটা অ্যাপার্টমেন্টে তো কোনও টেবিলও নেই।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Australia Team, Games Village, Olympics 2016, Rio Olympics, Theft Case