#সিডনি: মেলবোর্নের ব্যর্থতা কাটিয়ে ফের স্বমেজাজে স্টিভ স্মিথ৷ তাঁর দুরন্ত শতরানের সৌজন্যেই সিডনি টেস্টের প্রথম ইনিংসে ৩৩৮ রানে পৌঁছল অস্ট্রেলিয়া৷ ১৩১ রান করে শেষ পর্যন্ত রান আউট হন স্মিথ৷ ভারতের সবথেকে সফল বোলার রবীন্দ্র জাদেজা৷ চার উইকেট নেওয়ার পাশাপাশি স্মিথকে রান আউটও করেন জাদেজা৷
স্মিথের পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে ৯১ রান করেন লাবুশানেও৷ যদিও সকালে বুমরা তাঁকে ফেরানোর পরই অস্ট্রেলীয় ইনিংসে ধস নামে৷ স্মিথ এবং লাবুশানে ছাড়া দ্বিতীয় দিনে সেভাবে বড় রান পাননি অস্ট্রেলিয়ার কোনও ব্যাটসম্যানই৷ ভারতের হয়ে দু' উইকেট নেন জশপ্রীত বুমরা৷
জবাবে ভারতের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালই করেন রোহিত শর্মা ও শুভমন গিল৷ চোট কাটিয়ে এই টেস্টেই প্রত্যাবর্তন ঘটিয়েছেন রোহিত৷ মেলবোর্নের পর সিডনিতেও ভাল ফল করতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রানকে টপকে যাওয়াই ভারতের লক্ষ্য৷ এ দিনও বৃষ্টিতে বেশ কিছুটা সময় খেলা বন্ধ থাকে৷