নাগপুর: ভারতের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে দাঁড়াতেই পারিনি অস্ট্রেলিয়া। পাঁচ দিনের খেলা শেষ হয়ে গিয়েছে আড়াই দিনে। কিন্তু এরপর অস্ট্রেলিয়াকে সহজেই উড়িয়ে দেওয়া সম্ভব এমনটা মনে করতে রাজি নন অনেক ক্রিকেট পন্ডিত। দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই মিচেল স্টার্ক, হ্যাজেলউড ফিরে এলে পাল্টে যেতে পারে ছবিটা। প্রত্যাবর্তনেই ম্যাচের সেরা!
স্বপ্নের মতোই লাগছে রবীন্দ্র জাদেজার। বল হাতে সাত উইকেটের পাশাপাশি ব্যাটেও মহামূল্য ৭০ করে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন তিনি। সেই তৃপ্তিই ঝরে পড়ল কথায়, দুর্দান্ত লাগছে। পাঁচ মাস পর ফিরে একশো শতাংশ উজাড় করে দিয়েছি। এনসিএতে রিহ্যাবের দিনগুলি কথা মনে পড়ছে। ওখানে থাকা স্টাফ, ফিজিও, ট্রেনারদের ধন্যবাদ।
বল হাতে নিখুঁত নিশানায় ধারাবাহিক থাকার রহস্য কী? জাড্ডুর উত্তর, কোনও বল ঘুরছিল। কোনওটা সোজা যাচ্ছিল। কিংবা নীচু হচ্ছিল। আমি তাই ঠিকঠাক জায়গায় বল রাখায় মন দিয়েছিলাম। জানতাম, ওরা সুইপ, রিভার্স সুইপ মারতে যাবে। এই রণ কৌশলেই সাফল্য। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ভাঙন ধরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা অফস্পিনার বলেছেন, পিচ খুব মন্থর ছিল। এমন পিচে ফরোয়ার্ড শর্ট লেগ ও সিলিপয়েন্টে ক্যাচ আসে না।
Milestones, match-winning contributions and some special praise for @imjadeja! 🔝 👏 Interview Special from Nagpur, ft. #TeamIndia captain @ImRo45 & @ashwinravi99 👍 👍 - By @RajalArora FULL INTERVIEW 🎥 🔽 #INDvAUShttps://t.co/eVYkmDfyKR pic.twitter.com/05GjxPK3TF
— BCCI (@BCCI) February 11, 2023
তাই ব্যাটসম্যানকে ড্রাইভ করানোর দিকে জোর দিয়েছিলাম। দুই সতীর্থ স্পিনার জাদেজা, অক্ষর প্যাটেলকেও প্রশংসায় ভরিয়েছেন অ্যাশ। তাঁর কথায়, দুর্ধর্ষ ফর্মে রয়েছে জাদেজা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে ওর তুলনা হয় না। বোলিং পার্টনার হিসেবে ওকে পেয়ে আমি ধন্য। অক্ষরও অসাধারণ বোলার। আর আমরা তিনজনেই ব্যাটে পারদর্শী।
অস্ট্রেলিয়া কি এই ধাক্কা কাটিয়ে উঠে সিরিজে ফিরতে পারবে? অশ্বিন বলেছেন, পরের ম্যাচে নিশ্চয়ই অন্য স্ট্র্যাটেজি নিয়ে নামবে। ওরা বিশ্বমানের দল। ভুলত্রুটি শুধরে ঝাঁপাতে মরিয়া থাকবে। অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা দুজনেই অবশ্য মনে করছেন ভারত অস্ট্রেলিয়াকে ৪-০ হোয়াইট ওয়াশ করার ক্ষমতা রাখে। তবে তার জন্য লড়াই জারি রাখতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।