#মুম্বই:
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার জন্য প্রস্তুতি সেরে ফেলেছে টিম ইন্ডিয়া। ১৮ থেকে ২২ জুন পর্যন্ত সাউদাম্পটনে খেলা হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় দলের ক্রিকেটারদের ইংল্যান্ডে পৌঁছে কয়েক দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের ইংল্যান্ডে পৌঁছনোর আগেও মুম্বইতে কোয়ারেন্টাইন থাকতে হয়েছে। তবে ইংল্যান্ড পৌঁছানোর আগেই প্রেস কনফারেন্স করেছেন ভারতীয় দলের কোচ ও ক্যাপ্টেন। আর সেই প্রেস কনফারেন্সের সময় বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর একটি কথোপকথনের অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। আসলে কোহলি ও শাস্ত্রী নিজেদের মধ্যেই কথা বলছিলেন। কিন্তু তাঁরা খেয়ালই করেননি সেই সময় প্রেস কনফারেন্স লাইভ চলছিল। তাঁরা দুজনেই টিম ইন্ডিয়ার বোলিং অ্যাটাক নিয়ে পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছিলেন।Best part about PC was at start, when Kohli and Ravi didn't knew they were live, they were discussing ongoing ENGvNZ match.
— Andy (@WeBleedBlue007) June 2, 2021
Kohli was saying something- 'hum inko round the wicket dalwayenge, Left handers hai inpe, Lala Siraj sabko start se hi laga denge.'
Shastri nodded "hmm" https://t.co/iNHZtZNQ44
লিক হওয়া সেই অডিওতে বিরাট কোহলি ভারতীয় দলের কোচকে বলছিলেন, আমরা ওদেরকে রাউন্ড দ্য উইকেট থেকে খেলাব। ওদের লেফট হ্যান্ডার্স রয়েছে। লালা, সিরাজ সবাইকে শুরু থেকেই ওদের পেছনে লাগিয়ে দেব। বিরাট কোহলির এমন কথার উত্তরে রবি শাস্ত্রী শুধু হুম বলেছিলেন। সেই লিকড অডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয় দলের সমর্থকরাও ক্যাপ্টেন ও কোচের সেই কথাবার্তা দারুণ পছন্দ করছেন। যদিও News18 বাংলা সেই অডিওর সত্যতা যাচাই করে দেখেনি। কোহলি এদিন বলেছেন, এর আগেও বহুবার সিরিজ শুরু হওয়ার তিন দিন আগে পৌঁছেছি আমরা। তবুও সিরিজে আমাদের দল ভালোই খেলেছে। এটা একটা মানসিক ব্যাপার। ইংল্যান্ডে আমরা এই প্রথম খেলছি না। ওখানকার পরিবেশ সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে। ওখানে পৌঁছে ট্রেনিং সেশন নিয়েও আশা করি কোনও সমস্যা হবে না। ১৮ জুন থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২ অগাস্ট থেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষে আবার আইপিএল শুরু হয়ে যাবে। ফলে আগামী কয়েক মাস ভারতীয় দলের ক্রিকেটারদের জন্য ঠাঁসা ক্রিকেট সূচি রয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC World Test Championship, Ravi Shastri, Team India, Virat Kohli