#গোয়া: অনেকে বলছেন তার ভুল স্ট্র্যাটেজি। অনেকে বলছেন তিরির চোট। হায়দারাবাদ এফসির বিপক্ষে এটিকে মোহনবাগানের হার নিয়ে বিভিন্ন কথা উঠে আসছে। তবে ফিরতি লেগে তিন গোলের ব্যবধানে জয় সম্ভব মনে করেন হুয়ান ফেরানডো। একজন ফুটবল কোচ কখনও আশা ছাড়েন না। তাই তিনিও ছাড়ছেন না। কিন্তু বিলক্ষণ জানেন কাজটা প্রচন্ড কঠিন। একপ্রকার অসম্ভব বললেই হয়।
নিজেদের ভুলেই যে সেমিফাইনালের প্রথম লেগ হারতে হয়েছে, তা স্বীকার করে নিলেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। ১-৩ হায়দরাবাদের কাছে হেরে যায় এটিকে মোহনবাগান। ফেরান্দো মনে করেন, পরের ম্যাচে সেরাটা দিতে পারলে ঘুরে দাঁড়ানো সম্ভব। এর মধ্যে আবার চোট-আঘাতের তালিকায় ঢুকে পড়েন তিরি এবং আরও কয়েক জন।
এক গোলে এগিয়ে থাকার পরেও কীভাবে তিন-তিনটি গোল খেয়ে হেরে গেল আপনার দল? কিছুটা ক্লান্তির কারণে, কিছুটা চোটের জন্য। চোট হওয়ার ফলে কিছু খেলোয়াড় পরিবর্তন করতে বাধ্য হই। পরিকল্পনাও বদলাতে হয়। দু'টো গোল আমরা খেয়েছি আমাদেরই ভুলে। এক্ষেত্রে আমরা মনোসংযোগ হারিয়ে ফেলি। মনসংযোগ হারিয়ে ফেলা মানে তো প্রতিপক্ষের হাতে সুযোগ তুলে দেওয়া। বিশেষ করে যদি হায়দরাবাদের মতো প্রতিপক্ষ হয়।
যাদের চোট লেগেছে, যেমন তিরি, তাঁদের চোটের অবস্থা কী রকম? তাঁরা কি বুধবার মাঠে নামতে পারবেন? এখনই এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। সকালে ঠিক করব কাদের নামাব। নির্ধারিত সময়ে দু’গোলে এগিয়ে থাকলে অতিরিক্ত সময়ে যেতে পারবেন। অতিরিক্ত সময়েই নিয়ে যেতে চান, না কি তার আগেই (তিন গোলে) জিতে শেষ করে আসতে চান ম্যাচটা?
জাশেদপুরের বিরুদ্ধে সেদিনের ম্যাচটার মতোই পরিস্থিতির মুখোমুখি আমরা এখন। আমরা সব সময় জেতার মানসিকতা নিয়েই মাঠে নামি। পরের ম্যাচেও তার অন্যথা হবে না। বুধবার তিন গোলের ব্যবধানে জিততেই হবে। আমাদের সেরাটা দিতেই হবে। সবদিক থেকে দ্বিতীয় লেগে সুবিধাজনক জায়গায় থাকবে হায়দারাবাদ।
যদি তিরি খেলতে না পারেন তাহলে ওগবেচেকে আটকে রাখা মুশকিল হবে সবুজ মেরুন ব্রিগেডের জন্য। ঐদিন শুরু থেকেই সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে এটিকে মোহনবাগানকে। তাতেও তিন গোল তুলে নেওয়া খুব কঠিন। মোটামুটি এবারের আইএসএলে সেমিফাইনাল থেকেই ফিরে আসবে মোহনবাগান, দেওয়াল লিখনে সেটা প্রায় পরিষ্কার। একমাত্র মিরাকেল ছাড়া আশা নেই ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK Mohubagan, ISL