Home /News /sports /
ATK Mohun Bagan : যুবভারতীতেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান

ATK Mohun Bagan : যুবভারতীতেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ইন্টার জোনাল সেমিফাইনাল খেলবে এটিকে মোহনবাগান

যুবভারতীতেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মোহনবাগান

যুবভারতীতেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মোহনবাগান

ATK Mohun Bagan will play AFC cup inter zonal semi final at Salt Lake Stadium. যুবভারতীতেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মোহনবাগান

 • Share this:

  #কলকাতা: রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস এই মুহূর্তে নেই দলে। দুজনকেই ছেড়ে দিয়েছে ক্লাব। কিন্তু যোগ্য বিদেশি স্ট্রাইকার এখনো নিতে পারেনি এটিকে মোহনবাগান। চেষ্টা অবশ্য চলছে। এর মধ্যেই সবুজ-মেরুন সমর্থকদের কাছে সুখবর। যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ইন্টার জোনাল সেমি-ফাইনাল খেলবে এটিকে মোহনবাগান।

  বৃহস্পতিবারই কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয় এএফসি কাপের ড্র। আগামী ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আশিয়ান জোনের বিজয়ীর দলের মুখোমুখি হবে হুয়ান ফেরান্দোর দল। ইন্টার জোনাল সেমি-ফাইনালে মোহন বাগানকে খেলতে হবে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা মালয়েশিয়ার কোনও দলের বিরুদ্ধে। ২৪ আগস্ট ফাইনালের পরই জানা যাবে প্রতিপক্ষ।

  নতুন ফরম্যাটে এএফসি কাপ হওয়ার পর এই প্রথম ভারতীয় কোনও দল ঘরের মাঠে ইন্টার জোনাল সেমি - ফাইনাল খেলার সুযোগ পাচ্ছে। আগামী সপ্তাহে স্টেডিয়াম ভাড়া নেওয়ার জন্য ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিচ্ছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এদিকে, ডুরান্ড-এএফসি কাপের জন্য এটিকে মোহন বাগানের প্র্যাকটিস শুরু হবে ৩০ কিংবা ৩১ জুলাই।

  আগামী ২৯ জুলাই কলকাতায় আসছেন হুয়ান ফেরান্দো। বিদেশিসহ ভিন রাজ্যের ফুটবলারদের ৩০ জুলাইয়ের মধ্যে কলকাতায় আসতে বলা হয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পুরস্কার প্রাপক লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি।

  সেই সঙ্গে দেখা যাবে দলের বঙ্গ ব্রিগেডকেও। ফেরান্দোর উপস্থিতির সম্ভাবনাও উজ্জ্বল। এটিকে মোহন বাগানের টিম ম্যানেজমেন্ট দলগঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। শুধু নিতে হবে রয় কৃষ্ণর যোগ্য বিকল্প। এবার আশিক ছাড়াও আসিস রাইকে দলে নিয়েছে সবুজ মেরুন।

  ফলে সঠিক প্রস্তুতি হলে ভাল ফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড। নতুন স্ট্রাইকার আসতে পারে স্পেন অথবা ব্রাজিল থেকে। এমন সম্ভাবনা উজ্জ্বল। এইটা নিয়ে অবশ্য তাড়াহুড়ো করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট।

  Published by:Rohan Chowdhury
  First published:

  Tags: ATK Mohubagan

  পরবর্তী খবর