Home /News /sports /
ATKMB, Roy Krishna : কলকাতার মাঠে মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে মরিয়া রয় কৃষ্ণ, দিলেন বিশেষ বার্তা

ATKMB, Roy Krishna : কলকাতার মাঠে মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে মরিয়া রয় কৃষ্ণ, দিলেন বিশেষ বার্তা

কলকাতার মাঠে গোলের বন্যা ভাসাতে চান রয় কৃষ্ণ

কলকাতার মাঠে গোলের বন্যা ভাসাতে চান রয় কৃষ্ণ

ATK Mohun Bagan striker Roy Krishna ready to fire in AFC Cup match against Blue Star SC. কলকাতার মাঠে মোহনবাগান সমর্থকদের সামনে খেলতে মরিয়া রয় কৃষ্ণ, দিলেন বিশেষ বার্তা

 • Share this:

  #কলকাতা: যখন শুধু এটিকে দল ছিল, তখন শেষ খেলেছেন কলকাতায়। এটিকে মোহনবাগান হওয়ার পর থেকে দু'বছর খেলতে হয়েছে গোয়ায়। তাই ফুটবলের মক্কা কলকাতায় ফিরতে পেরে প্রচন্ড খুশি রয় কৃষ্ণ। এএফসি কাপের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রয় কৃষ্ণ। তারপরেই বলে দিলেন, ইনস্টাগ্রাম, ফেসবুকে আমাকে সারা বছর যাঁরা উদ্বুদ্ধ করেন সেই সবুজ মেরুন সমর্থকদের উচ্ছ্বাস দেখার জন্য মুখিয়ে রয়েছি। টিভিতে, ইউটিউবে সেই উচ্ছ্বাস দেখেছি। এবার তাঁদের চোখের সামনে খেলার সুযোগ পাব। এটা ভাবলেই কীরকম রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে।

  আরও পড়ুন - Ravindra Jadeja, CSK : দয়া করে গালাগালি দেবেন না, পাশে থাকুন! জাদেজার সমর্থনে পাশে ভাজ্জি

  যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে। গোল করতে হবে। আমি জানি আমার দিকে সবাই গোলের জন্য তাকিয়ে থাকবে। আমার তরফ থেকে চেষ্টার কোনও ক্রটি থাকবে না। ফিজিতে জাতীয় দলের হয়ে খেলে আসার পর অনুশীলনে আরও ঝকঝকে এটিকে এমবি-র তারকা ফুটবলার। জনি কাউকো, প্রীতম কোটাল, শুভাশিস বসুদের সঙ্গে ঘন্টা দেড়েক সমানতালে ফিজিক্যাল কন্ডিশনিং করলেন রয়। এরপর পজেশনাল ফুটবলের পাঠ নিলেন কোচ জুয়ান ফেরান্দোর কাছে।

  রয়ের ফিটনেস দেখে খুশি ফেরান্দোও। শারীরিক সক্ষমতার অনুশীলনের পর সরাসরি রয় কৃষ্ণকে ওয়ান স্ট্রাইকারে রেখে রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমঝোতা বাড়ানোর প্রস্তুতি সারলেন স্প্যানিশ কোচ। যুবভারতীতে সন্ধ্যায় এটিকে মোহনবাগানের অনুশীলনের পর রয় কৃষ্ণ বললেন,  জেতার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে হবে। স্ট্রাইকারদের কাছ থেকে সবাই গোল চায়। আমি সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই।

  জানি, যুবভারতীতে প্রথম ম্যাচে গোল করতে পারলে সেটা আমার কেরিয়ারের দারুণ একটা ঘটনা হয়ে থাকবে। সবুজ মেরুণ জনতার হার্টথ্রব রয় কৃষ্ণ এরপর যোগ করেন, প্রায় সব ফুটবলার প্রস্ততি শিবিরে এসে গিয়েছে। আমাদের দলও কন্ডিশনে আছে দেখলাম। এএফসিতে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য থাকবে।

  তার আগে গ্রুপ লিগের বাধা টপকাতে হবে। তারও আগে প্রাক পর্বের দুটো ম্যাচ জিততেই হবে। ম্যাচ ধরে ধরে এগোনোই লক্ষ্য থাকবে আমাদের। শ্রীলঙ্কার ব্লু স্টার এফসির বিপক্ষে ১২ এপ্রিল কলকাতায় খেলবে এটিকে মোহনবাগান।

  Published by:Rohan Chowdhury
  First published:

  Tags: AFC Cup, ATK Mohubagan

  পরবর্তী খবর