ইংল্যান্ড: ২৮৩ ও ৭৮/৪
ভারত: ৪১৭
ইংল্যান্ড পিছিয়ে ৫৬ রানে ৷ হাতে রয়েছে ৬ উইকেট
#মোহালি: ইংল্যান্ডের চাই আর ৫৬ রান। ভারতের দরকার আর ৬ উইকেট। তৃতীয় দিনের শেষে মোহালি ইঙ্গিত দিচ্ছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্টে ফয়সালা হবেই।
২৬৮-র পাল্টা জবাব ৪০৭। লিড ১৩৪। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারতের স্পিন মিউজিক। সবমিলিয়ে মোহালি টেস্টে বিপন্ন ইংল্যান্ড। ওপেনার হামিদের আঙুলে চোট। কুক, স্টোকস আউট। দিনের শেষে বিরাটের মুখে টেস্ট জয়ের চওড়া হাসি। তবে চতুর্থ দিনে এই হাসি পাল্টে দিতে পারেন একজন, তিনি জো রুট। যতক্ষণ থাকবেন, ততক্ষণ ভারতকে লড়াই করতে হবে। তাই চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই রুটকে ফেরাতে মরিয়া ভারতীয় বোলাররা।
ভারতের ৪১৭ রানের জবাবে দ্বিতীয় ইনিংসে এখনও পর্যন্ত বেশ ফ্যাকাশে লেগেছে ইংরেজদের ব্যাটিং। ম্যাচের সেরা বলেই কুককে ফিরিয়ে দেন অশ্বিন। তারপরেও ঝটকা অব্যাহত থাকে। পরিস্থিতি যা, তাতে তৃতীয় দিনের শেষ থেকেই এই টেস্টের ফয়সালার ইঙ্গিত দিচ্ছে মোহালি। মঙ্গলবারের প্রথম ঘণ্টাতেই যা পরিষ্কার হয়ে যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England, India, Mohali Test, Ravichandran Ashwin, Test Day 3, Test Series, মোহালি টেস্ট