corona virus btn
corona virus btn
Loading

এবার টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে থাকবে নাম ও নম্বর, অ্যাসেজেই দেখা যাবে এই জার্সি

এবার টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে থাকবে নাম ও নম্বর, অ্যাসেজেই দেখা যাবে এই জার্সি
  • Share this:

#লন্ডন: টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে নানারকমই বদল আনছে আইসিসি ৷ এতদিন যা দেখা যায়নি, এবার তা দেখা যাবে আসন্ন অ্যাসেজে ৷ সেটা হল ‘সাদা’ জার্সিতেও এবার লেখা থাকবে ক্রিকেটারদের নাম এবং নম্বর ৷ আইসিসি ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে নতুন জার্সিতে বেশ কয়েকজন ক্রিকেটারের ছবি ট্যুইটও করা হয়েছে ৷

ওয়ান ডে বা টি টোয়েন্টিতে এই বিষয়টা নতুন কিছু নয় ৷ রঙিন জার্সিতে নাম এবং নম্বর লেখা চালু হয়েছে বহু বছর আগেই ৷ এবার টেস্টেও দেখা যাবে সেই ধরণের জার্সি ৷ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে যা ছবি ট্যুইট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে জো রুটের জার্সি নম্বর ৬৬ এবং স্টুয়ার্ট ব্রডের ৮ ৷  তবে কি বাণিজ্যিক দিকের কথা ভেবেই এই নতুন জার্সি ? কারণ সাদা জার্সিতেও নাম ও নম্বর লেখা থাকলে তার গুরুত্ব এবং দাম দুইই বাড়বে ৷

First published: July 24, 2019, 2:25 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर