প্যারিস: লিওনেল মেসি দুদিন আগে ক্ষমা চেয়ে নিয়েছিলেন পিএসজি কর্তৃপক্ষের কাছে। কিন্তু মনে মনে তিনি যে খুশি ছিলেন না, সেটা পরিষ্কার। ক্লাবকে না জানিয়ে সৌদি আরব ঘুরতে গিয়েছিলেন তিনি। তার কাছে জবাবদিহী চায় ক্লাব। এটাই ইগোতে লেগেছে আর্জেন্টাইন তারকার। চারমাস আসে এশিয়ায় পাড়ি দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো।
ইউরোপকে ফুটবলের পাওয়ার হাউস হিসেবে মনে করা সমর্থকদের কাছে বেশ চমকে দেওয়ার মত খবর ছিল এটি। রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর এবার মেসিকে নেওয়ার দিকে এগিয়েছে আল হিলাল। সৌদি আরবের এই ক্লাব মেসিকে নিতে আকাশছোঁয়া প্রস্তাব দিয়েছে।তাঁকে নিতে সবার আগে রয়েছে বার্সেলোনা ও তারপর রয়েছে আল হিলাল।
আরও পড়ুন – Andre Russell: `নাইট রাইডার্সকে প্লে অফে তুলবই’! রাসেলের শপথে উজ্জীবিত শাহরুখের দল
আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, মেসির সঙ্গে আল হিলালের প্রস্তাব পাকা। PSG-তে থাকছেন না এটা নিশ্চিত। সরকারি ঘোষণা না হলেও দেওয়াল লিখন সকলের কাছে পরিষ্কার। মেসিকে নিতে বার্সেলোনা এগিয়ে থাকলেও আর্থিক দিক থেকে মেসির পক্ষে সম্ভব হত না বার্সায় যাওয়া। কারণ মেসিকে বেতন কমিয়ে যেতে হত। তিন গুণ মাইনে কমিয়ে খেলতে হত আর্জেন্টাইন তারকাকে।
🚨 BREAKING: Lionel Messi to Al Hilal = DONE DEAL! 🙀🇸🇦
via (@afpfr) pic.twitter.com/tt5kaY599B
— Extra Time Indonesia (@idextratime) May 9, 2023
মেসির বাবা নিজেই তার এজেন্ট। তিনি দেখেন যাবতীয় ট্রান্সফার ডিল। তিনি সেভাবে কিছু স্বীকার করেননি। কিন্তু প্যারিসের ক্লাবে মেসি আর খেলবেন না এটা নিয়ে দ্বিতীয় কোন মত নেই। সৌদি আরবের ট্রাভেলিং দূত তিনি। তাই ফুটবল ক্যারিয়ারের শেষ দুটো বছর টাকাতেই গুরুত্ব দেবেন এল এম ১০। এখন প্রশ্ন উঠতেই পারে তাহলে কি সৌদি লিগে আবার মুখোমুখি হবেন মেসি এবং রোনাল্ড?
সেটা অবশ্য গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। পর্তুগিজ তারকা আরব ছাড়তে পারেন এমন সম্ভাবনা আছে। তবে সৌদির ফুটবল কর্তৃপক্ষ চান দুই মহাতারকাকে অন্তত দুটো বছর তাদের দেশের লিগে খেলাতে। তাতে তাদের মার্কেট বেড়ে যাবে। তবে এমনটা হবেই বলা যাচ্ছে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lionel Messi, Saudi Arabia