#বুয়েনস আইরেস: ফিরে এসো মেসি। অনেক অনুরোধের পর, এবার সরাসরি রাস্তায় নামল আর্জেন্টিনার সাধারণ মানুষ। মেসিকে ফিরিয়ে আনতে মিছিল করলেন সাধারণ মানুষ। লক্ষাধিক মানুষের জমায়েতে আপ্লুত মেসিও।
একজন পণ করেছেন তিনি আর ফিরবেন না। উল্টো দিকের দাবি, তাঁকে ফিরে আসতেই হবে। এমন টানাপোড়েন হয়তো দেখেনি বিশ্বফুটবল। একজন নায়ককে ঘিরে এমন আবেগ আগে কখনও দেখেনি আর্জেন্টিনাও। যা করে দেখালেন লিও মেসি।
কোপা হারিয়ে গত মাসের ২৮ তারিখ আমেরিকা থেকে দেশে ফিরেছেন তিনি। তারপর থেকেই তাঁকে ফের দেশের জার্সিতে ফেরাতে উত্তাল গোটা দেশ। প্রেসিডেন্ট থেকে দিয়েগো মারাদোনা, পাশের দেশের পেলে থেকে বন্ধু নেইমার। অনুরোধের কোনও শেষ নেই। এরপরেও আর্জেন্টিনার জার্সিতে অবসরে অনড় তিনি। সেই অবস্থান ভাঙতে এবার পথে নামল বুয়েনস আইরেস।
মূল্যবৃদ্ধি, সরকার বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ, এতদিন এই ছবিটা দেখতে অভ্যস্থ ছিল নীল-সাদা সরণি। কিন্তু একজন ফুটবলারকে ফিরিয়ে আনতে এমন আর্তি ব্যতিক্রম। বৃষ্টির সন্ধ্যায় প্রায় লক্ষাধিক মানুষের দাবি ফিরে এসো মেসি। আবার তাঁর গায়ে উঠুক সম্মানের নীল-সাদা দশ নম্বর জার্সিটা। কিন্তু এখনও অনড় লিও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Argentina Fans, Lionel Messi, Messi, Messi Retires, মেসি