Home /News /sports /
শুক্রবার চিলির বিরুদ্ধে অগ্নিপরীক্ষা মেসিদের

শুক্রবার চিলির বিরুদ্ধে অগ্নিপরীক্ষা মেসিদের

সুতোয় ঝুলছে বিশ্বকাপ ভাগ্য। শুক্রবার ভারতীয় সময় ভোরে মেসিদের অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ চিলি।

 • Share this:

  #বুয়েনস আইরেস: সুতোয় ঝুলছে বিশ্বকাপ ভাগ্য। শুক্রবার ভারতীয় সময় ভোরে মেসিদের অগ্নিপরীক্ষা। প্রতিপক্ষ চিলি। জিতলে সরাসরি রাশিয়া। না-হলে খেলতে হবে প্লে-অফ।

  গত ১৫ মাস দেশের জার্সি গায়ে ওঠেনি। কিন্তু এমন একটা ম্যাচে মেসিকে আর্জেন্টিনার জার্সি পড়তে হবে, তা হয়তো কখনও ভাবেনি দেশবাসী। বুয়েনস আয়ার্সে ভারতীয় সময় শুক্রবার ভোরে সবচেয়ে কঠিন ম্যাচ খেলতে নামছে আর্জেন্টিনা। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে প্রতিপক্ষ চিলি। গত বছর অ্যাওয়ে ম্যাচে মেসিদের ২-১ গোলে হারিয়েছিলেন অ্যালেক্সিজ স্যাঞ্চেজরা। সেই ম্যাচ হেরে লাতিন গ্রুপে জটিল হয়েছে আর্জেন্টিনার পরিস্থিতি। পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে দাঁড়িয়ে এডগার্দো ব্রাউজার দল। এই ম্যাচে চিলিকে হারাতে পারলে খানিকটা স্বস্তি হবে। অন্য ম্যাচের হিসেব দেখে, হয়তো মস্কো যাওয়ার সরাসরি ছাড়পত্র পেতে পারেন মেসিরা। কিন্তু হারলে বা ড্র করলে তাকিয়ে থাকতে হবে প্লে-অফের দিকে। এই পরিস্থিতিতেই শুক্রবার নায়ক হওয়ার সুযোগ মেসির কাছে। নিন্দুকরা বলেন, আর্জেন্টিনাকে কিছুই দেননি আধুনিক ফুটবলের রাজকুমার। এবার অন্তত বিশ্বকাপে দেশকে তুলুন।

  First published:

  Tags: Argentina, Lionel Messi, Pre World Cup, আর্জেন্টিনা

  পরবর্তী খবর