#লিডস: তিনি মাঠে আসা মানেই দর্শকরাও চাঙ্গা থাকেন ৷ টিভি ক্যামেরা তাঁর দিকে তাক হতেই খুশি ফ্যানরাও ৷ তিনি ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা ৷ চলতি বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচের আগে লন্ডনের রাস্তায় সময় কাটাতে দেখা গিয়েছিল বিরাট-অনুষ্কাকে ৷ হেডিংলেতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও ফের স্ট্যান্ডে দেখা গেল বিরাট পত্নীকে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিরুষ্কার ছবি। বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে অনুষ্কার ক্যাপশন ছিল, ‘সিল দ্য সিলি মোমেন্টস’।
| @AnushkaSharma humming along to Tare Gin Gin and pointing to camera at Headingley Cricket Ground today pic.twitter.com/jblar89Akk
— Anushka Sharma FC™ (@AnushkaSFanCIub) July 6, 2019
শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় মানেই গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে ভারত ৷ মেন ইন ব্লু’দের জয়ের সাক্ষী থাকতে এদিন তাই মাঠে চলে এসেছিলেন অনুষ্কা ৷ টিভি স্ক্রিনে তাঁকে দেখেই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে অনুষ্কার ছবিতে ৷ এদিনের ম্যাচ অবশ্য বিরাট নয়, রোহিতের ম্যাচই বলা যেতে পারে ৷ চলতি বিশ্বকাপে রোহিতের আরও একটা শতরান দেখে মুগ্ধ প্রত্যেকেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, ICC Cricket World Cup 2019, India vs Sri Lanka, অনুষ্কা শর্মা