corona virus btn
corona virus btn
Loading

CWC 2019: ক্যামেরায় ঝলসে উঠলেন অনুষ্কা, মাঠে দুরন্ত কোহলি ব্রিগেড

CWC 2019: ক্যামেরায় ঝলসে উঠলেন অনুষ্কা, মাঠে দুরন্ত কোহলি ব্রিগেড
  • Share this:

#লিডস: তিনি মাঠে আসা মানেই দর্শকরাও চাঙ্গা থাকেন ৷ টিভি ক্যামেরা তাঁর দিকে তাক হতেই খুশি ফ্যানরাও ৷ তিনি ভারতীয় ক্রিকেট দলের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মা ৷ চলতি বিশ্বকাপে ভারত-আফগানিস্তান ম্যাচের আগে লন্ডনের রাস্তায় সময় কাটাতে দেখা গিয়েছিল বিরাট-অনুষ্কাকে ৷ হেডিংলেতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও ফের স্ট্যান্ডে দেখা গেল বিরাট পত্নীকে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বিরুষ্কার ছবি। বিরাটের সঙ্গে ছবি পোস্ট করে অনুষ্কার ক্যাপশন ছিল, ‘সিল দ্য সিলি মোমেন্টস’।

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় মানেই গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনাল খেলবে ভারত ৷ মেন ইন ব্লু’দের জয়ের সাক্ষী থাকতে এদিন তাই মাঠে চলে এসেছিলেন অনুষ্কা ৷ টিভি স্ক্রিনে তাঁকে দেখেই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে অনুষ্কার ছবিতে ৷ এদিনের ম্যাচ অবশ্য বিরাট নয়, রোহিতের ম্যাচই বলা যেতে পারে ৷ চলতি বিশ্বকাপে রোহিতের আরও একটা শতরান দেখে মুগ্ধ প্রত্যেকেই ৷

First published: July 6, 2019, 9:59 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर