corona virus btn
corona virus btn
Loading

‘‘বিরাটকে চটিও না, নাহলে...’’ ট্যুইট বিগ বি-র

‘‘বিরাটকে চটিও না, নাহলে...’’ ট্যুইট বিগ বি-র
  • Share this:

#মুম্বই: বিরাট কোহলিকে চটালে তার ফল যে ভাল হবে না, সেই সতর্কবার্তা ট্যুইটারে দিয়ে রাখলেন অমিতাভ বচ্চন ৷ বলিউডের শাহেনশাহের ফিল্মি কায়দাতেই ট্যুইট, ‘‘কত বার তোমাদের বলেছি, বিরাট কোহলিকে চটিও না। কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এখন দেখো, তোমাদের কীরকম মোক্ষম জবাব দিল কোহলি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মুখগুলো দেখো, কী ভাবে ওদের ঘাবড়ে দিয়েছে ও (অমর আকবর অ্যান্টনির সেই অ্যান্টনি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি)।’’

ভারত অধিনায়ককে সম্ভবত একবার চটিয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস ৷ তার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, শুক্রবার সেটাই দেখা গিয়েছে হায়দরাবাদে ৷ উইলিয়ামস কোহলিকে ইশারায় জামাইকায় একটা ম্যাচে বলেছিলেন, ‘‘ তোমার উইকেট আমার পকেটে ৷’’ সেই জবাব শুক্রবার ব্যাটেই দেন বিরাট ৷ ওই দিন উইলিয়ামসের বলে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে নোটবুকে লেখার ভঙ্গি করেন কোহলি ৷ বিগ বি-র ট্যুইট দেখে অবশ্য হেসে ফেলেছেন ভারত অধিনায়ক নিজেও ৷ বিরাট লেখেন, ‘‘ হা হা... আপনার ওই ডায়লগটা দারুণ ভাল লাগে স্যর ৷ আপনি সবসময় একজন প্রেরণা ৷ ’’

First published: December 8, 2019, 9:02 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर