corona virus btn
corona virus btn
Loading

ধোনি ভাইকে খুব ভালবাসি, ওকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই না: ঋষভ

ধোনি ভাইকে খুব ভালবাসি, ওকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চাই না: ঋষভ
File Photo
  • Share this:

#কলকাতা: সব ফর্ম্যাটেই এখন তিনিই ফার্স্ট-চয়েস কিপার। চাপও রয়েছে। সেই চাপ নিয়েই ভাল পারফর্ম করে যেতে চান ঋষভ পন্থ।

বুধবার কলকাতায় এক অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় উইকেটকিপার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দাগ কাটতে পারেননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলতে চান পন্থ।

কোহলি-শাস্ত্রীর বিশ্বাসের দাম দিতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে মহেন্দ্র সিং ধোনির তুলনা হয়েছে। পন্থের মন্তব্য, যতদিন পারবেন ধোনির থেকে শিখে যাবেন।

ঋষভের মতে, ‘‘দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি যথেষ্ট হয়েছে। আশা করছি তার ফল আপনারা মাঠেই দেখতে পাবেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা একটু এগিয়ে থেকেই শুরু করব। কারণ আমরা ঘরের মাঠে খেলার সুবিধা পাব। দেখা যাক এ বার সিরিজে কী হয়।’’

আরও দেখুন-

First published: September 12, 2019, 8:29 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर