আহমেদাবাদ: রবিবার রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের ধামাকা ব্যাটসম্যান রিঙ্কু সিং যা করে দেখিয়েছেন তা একেবারে সিনেমার মতো৷ তিনি একেবারে অসম্ভব জয়কে সম্ভব করে দেখিয়েছেন৷ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রবিবারের ম্যাচে শেষ ৫ বলে KKR-এর দরকার ছিল ২৮ রান। যশ দয়ালের একের পর এক টানা ৫টি বলেই ছক্কা মেরে দলকে দুরন্ত জয় এনে দেন বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং।
রিঙ্কু সিংয়ের এই কীর্তিতে সারা বিশ্বের ক্রিকেট ফ্যানরা বিমোহিত। কেকেআরের ধামাকা পারফরম্যান্সের ভিত্তিতে সমস্ত ক্রিকেট তারকা থেকে ফিল্ম তারকা সকলের ভালবাসা ও প্রশংসা আদায় করে নিয়েছেন৷ এদিকে রিঙ্কুর প্রশংসায় এক অদ্ভুত প্রশংসা বার্তা সকলকে অবাক করে দিয়েছে৷ তা হল আমেরিকান পর্ন তারকার শুভেচ্ছাবার্তা৷ তিনি নিজের ছবির সঙ্গে রিঙ্কুর একটি ছবি শেয়ার করে একটি বিশেষ বার্তা লিখেছেন।
২৫ বছর বয়সী রিঙ্কু সিংয়ের অবিশ্বাস্য ইনিংস দেশের সীমানা ছাড়িয়ে গেছে। তরুণ এই ব্যাটসম্যানের প্রশংসায় বিদেশি ক্রিকেটার ও ফ্যানরাও জয়গান করছেন। এই তালিকায় রয়েছে মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের নামও। রিঙ্কু সিংয়ের সঙ্গে একটি ফটোশপ করা ছবি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে কেন্দ্র লিখেছেন, 'রিঙ্কু দ্য কিং'। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে মার্কিন পর্ন তারকার এই পোস্ট।
আরও পড়ুন - Crorepati Rinku Singh: ভারতীয় দলে না খেলেও কোটিপতি রিঙ্কু! কেকেআর সস্তায় পেয়েছিল ডিল
জো জিতা ওহি সিকান্দারম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে। জবাবে কলকাতা নাইট রাইডার্সের শুরুটা ভাল হয়নি। ২৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান দলের দুই ওপেনার।
ভেঙ্কটেশ আইয়ার এবং অধিনায়ক নীতীশ রানা দলকে সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু গুজরাটের অধিনায়ক রশিদ খান ১৭ তম ওভারে হ্যাটট্রিক করে কলকাতাকে পরাজয়ের দিকে ঠেলে দেন। শেষ ৬ বলে দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের ওভারের প্রথম বলেই সিঙ্গেল নেন উমেশ যাদব এবং স্ট্রাইক দেন রিঙ্কু সিংকে। এরপর ৫ বলে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেন রিঙ্কু। ২১ বলে অপরাজিত ৪৮ রান করেন রিঙ্কু সিং।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Kkr, Rinku Singh