• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ALWAYS WANTED TO PLAY TEST CRICKET I RATE IT HIGHLY JASPRIT BUMRAH

টেস্ট ক্রিকেটই আমার প্রথম পছন্দ : বুমরাহ

File Photo

 • Share this:

  #লন্ডন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচেই চোট পেয়েছিলেন ৷ আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ থেকেই দলের বাইরে জসপ্রীত বুমরাহ ৷ তারপর থেকে এখনও চোট সারেনি তাঁর ৷ বুড়ো আঙুলের চোট তাঁর এতটাই গুরুতর, যে দেশে ফিরে যেতে হয়ে বুমরাহকে ৷ এরপর টেস্ট সিরিজ খেলতে ফের সতীর্থদের সঙ্গে ইংল্যান্ডে উড়ে গিয়েছেন তিনি ৷ প্রথম টেস্টে অন্তত তাঁকে বাইরেই বসতে হবে ৷ তাতে স্বভাবতই হতাশ বুমরাহ ৷ তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে বুমরাহ কিন্তু স্পষ্ট জানিয়েছেন টেস্ট ক্রিকেটই তাঁর প্রথম পছন্দ ৷

  2nd Sunfoil Test: South Africa v India, Day 3

  বুমরাহ বলেন, ‘‘ আমি সব ফর্ম্যাটে খেলতেই পছন্দ করি ৷ কিন্তু টেস্ট ক্রিকেটের ব্যাপারটাই আলাদা ৷ কারণ আমি করি ওই লেভেলের ক্রিকেটেই সবচেয়ে বড় পরীক্ষার সামনে পড়তে হয় যেকোনও ক্রিকেটারকে ৷ আমি সবসময়েই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছিলাম ৷ যখন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের দলে জায়গা পাই, তখন দারুণ আনন্দ পেয়েছিলাম ৷ আমার সবসময় টেস্টই ভাল লাগে ৷ এবং সবচেয়ে বেশি নম্বর আমি ক্রিকেটের এই ফর্ম্যাটকেই দেব ৷ ’’ পাশাপাশি বুমরাহ আরও জানান, ‘‘ আশা করছি যত বেশি খেলার সুযোগ পাব, ততোই ভাল পারফর্ম করব, যা আমার আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে ৷ যেটা অন্য ফর্ম্যাটের খেলাতেও আমার পারফরম্যান্সে প্রভাব পড়বে ৷ আমার ব্যক্তিগত আর কোনও লক্ষ্য নেই ৷ আমি দিনের দিনটা নিয়েই ভাবি ৷ ’’

  ২৪ বছরের বুমরাহর টেস্টে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকা সফরে ৷ সেখানে তিনটে টেস্টেই খেলেছিলেন তিনি ৷ ওই সিরিজে ১৪টা উইকেট নিতেও সফল হয়েছিলেন তিনি ৷

  First published: