হোম /খবর /খেলা /
প্রায় শেষ দুটি মেগা ম্যাচের টিকিট! নাইটদের ঘিরে সেই উন্মাদনা ফিরছে ইডেনে

KKR: প্রায় শেষ দুটি মেগা ম্যাচের টিকিট! নাইটদের ঘিরে সেই চেনা উন্মাদনা ফিরছে ইডেনে

এভাবেই ইডেনের গ্যালারি ভরে যাবে আশা করা যায়

এভাবেই ইডেনের গ্যালারি ভরে যাবে আশা করা যায়

  • Share this:

কলকাতা: মাঝের সময়টা অতিমারির জন্য সম্ভব হয়নি ঘরের মাঠে আইপিএল দেখা। তাই চেনা ক্রিকেট জ্বর ছিল না শহরে। এবার অবশ্য পুরনো নিয়মে আইপিএল ফিরে আসায় দর্শকরা মাঠ ভরাবেন এটাই বাস্তব ছিল। সেটাই হতে চলেছে আসন্ন আইপিএলে। স্পষ্ট ইঙ্গিত দেখেই বোঝা যাচ্ছে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা যথেষ্ট আছে।

শুধু ক্রিকেটারদের মাঠে নামার অপেক্ষা। ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ ৬ এপ্রিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। সোমবার থেকেই এই ম্যাচের অনলাইন টিকিট কাটতে সমস্যা হচ্ছিল। মঙ্গলবার দেখা গেল অ্যাপটিতে লিখে দেওয়া হয়েছে এই ম্যাচের টিকিট শেষ। আরসিবি মানেই বিরাট কোহলি।

আরও পড়ুন - Virat: দু, তিন পেগ পেটে পড়লেই! অনুষ্কার সঙ্গে নিজের যৌবনের গোপন কথা শেয়ার করলেন বিরাট

করোনা অতিমারির পর ইডেনে প্রথম খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে বিপক্ষ বিরাট। স্বাভাবিক ভাবেই টিকিটের চাহিদা তুঙ্গে। তাই ন’দিন আগেই অনলাইন টিকিট শেষ। সোমবার দেখা গিয়েছিল ৭৫০ টাকার টিকিট শেষ হলেও ১০০০ থেকে ৮০০০ টাকার টিকিট রয়েছে। যদিও সেগুলি কেনা যাচ্ছিল না। এছাড়াও অনলাইনে পাওয়া যাচ্ছে আরও একটি ম্যাচের টিকিট।

সেটি ২৩ এপ্রিলের। ইডেনে সেদিন কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস। অর্থাৎ মহেন্দ্র সিংহ ধোনিকে খেলতে দেখার সুযোগ। অনেকেই মনে করছেন এটাই শেষ বার। আর হয়তো আইপিএল খেলবেন না ৪১ বছরের ধোনি। তাই ইডেনে ধোনিকে সামনে থেকে শেষ বার দেখার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই।

সেই কারণে ম্যাচের ২৬ দিন আগেই অনলাইন টিকিট শেষ। এদিন নাইট রাইডার্স দলের পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়ের হাতে বিশেষ জার্সি তুলে দেওয়া হল। সেই ছবি সিএবি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে শহরে আইপিএল মানে শুধু ম্যাচ নয়। একটা শ্রেণীর মানুষের দু পয়সা রোজগারের সুযোগ। জার্সি, টুপি, পতাকা বিক্রি করে, গালে প্রিয় দলের রঙ লাগিয়ে বেঁচে থাকেন অনেক মানুষ। তাই তাদের আশা এবারের আইপিএল তাদের কিছু রোজগারের মুখ দেখাবে।

Published by:Rohan roychowdhury
First published:

Tags: Eden Gardens, IPL 2023, Kkr