#মুম্বই: পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে ১৬ জুন ম্যাঞ্চেস্টারে পাকিস্তানের বিরুদ্ধে কি ভারতের খেলা উচিৎ ? এ প্রসঙ্গে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বলেছিলেন, বিশ্বকাপে পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছে ভারত। ফের ওদের হারানোর সময় এসেছে। আমি ব্যক্তিগত ভাবে না খেলে ওদের দু’পয়েন্ট দেওয়াকে একেবারেই সমর্থন করি না।"
অপরদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় মজা করেই বলেছিলেন, ‘‘সচিন হয়তো পাকিস্তানের বিপক্ষে ২ পয়েন্ট চায়, কিন্তু আমি চাই বিশ্বকাপ...”৷ কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় দুই কিংবদন্তী ক্রিকেটারের মন্তব্য নিয়ে তুমুল ঝড় ওঠে ৷ সচিনের দেশপ্রেম নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ৷ গোটা ঘটনায় স্বভাবতই বিরক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় রবিবার একটি ট্যুইট করে তাঁর বক্তব্যের যে ভুল ব্যাখা করা হয়েছে, সেটা জানান ৷
Never felt the need for you to justify. Strongly believe that all of us want what’s best for our nation. https://t.co/zUZYBVlCdh
— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2019
সৌরভের ট্যুইটের পর খুব বেশি সময় যায়নি ৷ তার মধ্যেই ট্যুইট করে উত্তর দিলেন সচিন তেন্ডুলকর ৷ সৌরভের উদ্দেশ্যে মাস্টার ব্লাস্টার এদিন বলেন, ‘‘ তোমাকে নিজের বক্তব্যের ব্যাখা করতে হবে, সেটা কখনও ভাবিওনি ৷ আমি এটাই মনে করি যে কী করলে দেশের ভাল হবে, সেটাই আমরা প্রত্যেকে চাই ৷ ’’
আরও পড়ুন-‘আমার মন্তব্যের ভুল ব্যাখা করা হয়েছে, সচিন সবসময় আমার ভাল বন্ধু, ভবিষ্যতেও থাকবেন’: সৌরভ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।