হোম /খবর /খেলা /
ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরুর আগে স্বস্তি, কোহলিদের করোনা রিপোর্ট নেগেটিভ

Ind vs Eng, 5th Test: ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরুর আগে স্বস্তি, সব ভারতীয় ক্রিকেটারদের করোনা রিপোর্ট নেগেটিভ

Photo Courtesy: BCCI/Twitter

Photo Courtesy: BCCI/Twitter

All India players test negative for Covid-19: শেষ পর্যন্ত ক্রিকেটারদের করোনার নেগেটিভ রিপোর্ট এবং ম্যাচ হওয়ার সবুজ সঙ্কেত ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর।

  • Last Updated :
  • Share this:

ম্যাঞ্চেস্টার: ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের পঞ্চম টেস্ট শুরুর আগে স্বস্তি ৷ করোনামুক্ত ভারতীয় ক্রিকেটাররা ৷ দলের ২১ জন ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ ফলে টেস্ট যথাসময় শুরু হওয়া নিয়ে আর কোনও সংশয় থাকল না ৷

আজ, শুক্রবার থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট ৷ ওভালে টিম ইন্ডিয়ার জেতার পরেই জানা যায় দলের হেড কোচ রবি শাস্ত্রী করোনা আক্রান্ত ৷ এরপর অ্যাসিস্ট্যান্ট ফিজিও যোগেশ পারমারের করোনা পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। ফলে ম্যাঞ্চেস্টারের টেস্ট কি আদৌ শুরু করা যাবে? তা নিয়ে শুরু হয় উদ্বেগ ৷ তবে ভারতীয় ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ আসার পর স্বস্তি ফিরেছে ৷ ফলে পঞ্চম টেস্ট শুরু হওয়া নিয়ে আর কোনও সমস্যা থাকল না ৷

আরও পড়ুন-বেন স্টোকসকে বাদ দিয়ে ইংল্যান্ডের টি টোয়েন্টি দল ঘোষণা

ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত হওয়ার পরেই সে দিনের অনুশীলন বাতিল করে দেওয়া হয়। ক্রিকেটারদের নির্দেশ দেওয়া হয় যে যাঁর ঘরেই (Isolation) থাকতে। তবে ভারতীয় ক্রিকেটারদের কোনও একজনেরও করোনা রিপোর্ট পজিটিভ আসলে, কী ঘটতে পারত, তা ভেবেই সবাই এখন চমকে উঠছেন ৷

চলতি সিরিজে ২-১-এ এগিয়ে ভারতীয় দল। হেডিংলে টেস্টে ইনিংসে হার বাদ দিলে, চলতি সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া ৷ ইংল্যান্ডে ঐতিহাসিক সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার থেকেই ঝাঁপিয়ে পড়বে কোহলি ব্রিগেড ৷ যোগেশ পারমারের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই বাকিদের থেকে তাঁকে আলাদা করে রাখা হয়েছে। এমনিতেই ভারতের প্রধান ফিজিও নীতিন প্যাটেল করোনায় আক্রান্ত। এ বার যোগেশও আক্রান্ত হওয়ায় সম্ভবত ইংল্যান্ডের কোনও ফিজিওর সাহায্য নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই ভারতের কাছে ৷

ওভাল টেস্টের সময় ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী লন্ডনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাঁর সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও অন্য বেশ কয়েকজন ক্রিকেটার গিয়েছিলেন সেই বই প্রকাশ অনুষ্ঠানে। যথেষ্ট ভিড়ভাট্টা ছিল সেখানে। ইসিবির তরফে জানানো হয়েছে, রবি শাস্ত্রী, বিরাট কোহলি কেউই বই প্রকাশ অনুষ্ঠানে যাওয়ার জন্য তাদের কাছে অনুমতি নেননি।

এই ব্যাপারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। এর পরই বিসিসিআই শাস্ত্রী ও বিরাট কোহলির কাছে জবাব চায়। ভারতীয় বোর্ডের তরফে ইসিবিকে জানানো হয়, এমন ভুল আর ভবিষ্যতে হবে না। তবে শেষ পর্যন্ত ক্রিকেটারদের কোভিডের নেগেটিভ রিপোর্ট এবং ম্যাচ হওয়ার সবুজ সঙ্কেত ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Coronavirus, India vs england