দিল্লি: গত ১৫ ই এপ্রিল বেঙ্গালুরুর মাঠে দিল্লি ক্যাপিটালস দলের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছিল আরসিবি। ২৩ রানে জিতেছিল বেঙ্গালুরু। তবে সেই ম্যাচে বিরাট কোহলি বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের একে অপরকে এড়িয়ে যাওয়া এবং খেলা শেষে হাত না মেলানোর ভিডিও ভাইরাল হয়েছিল দেশে। সবে গৌতম গম্ভীরের সঙ্গে বিরাট কোহলির ঝগড়া শেষ হয়েছে। আবার শনিবার আইপিএলে সৌরভ বনাম বিরাট কোহলি।
সৌরভ হয়তো খেলবেন না। কিন্তু তিনি যে দলের ডিরেক্টর সেই দিল্লির বিরুদ্ধে কোহলি আলাদা মোটিভেশন নিয়ে মাঠে নামবেন সেটা বলাই যায়। পাশাপাশি দিল্লির কাছে এটা শুধু প্রতিশোধ ম্যাচ নয়। নিজেদের বাঁচিয়ে রাখার সুযোগ। এই সুযোগ হারালে প্লে অফ খেলা শেষ হয়ে যাবে মুকেশ কুমার, অক্ষর প্যাটেল, নোকিয়াদের। বিশেষ করে দিল্লি শেষ ম্যাচে খুব কম রান করেও যেভাবে শেষ পর্যন্ত লড়াই করে জিতেছিল, তাতে তাদের সাহস বেড়ে গিয়েছে অনেকটা।
আরও পড়ুন – Messi PSG: মেসি – নেইমারের ওপর হামলার আশঙ্কা প্যারিসে! নিরাপত্তা বাড়ানো হল দুই তারকার
আর বিপক্ষ দলে যখন বিরাট কোহলি আছেন, তখন সৌরভ নিজে দিল্লি ক্রিকেটারদের মোটিভেট করবেন সেটা স্বাভাবিক। সঙ্গে আছেন কোচ রিকি পন্টিং। তিনিও স্বপ্ন দেখছেন তিনটে ম্যাচ জিতে আরও জয়ের খিদে আছে তার দলের। তবে জঘন্য ব্যাট করছেন দিল্লির বেশিরভাগ ব্যাটসম্যানরা। এই জায়গাটাই চিন্তা সৌরভের দলের। বিরাট কোহলি নিজের দিল্লির ছেলে।
When it comes to taking blinders 👉 𝙋𝙝𝙞𝙡 𝙎𝙖𝙡𝙩 𝙝𝙖𝙞𝙣 𝙣𝙖 😎#YehHaiNayiDilli #IPL2023 pic.twitter.com/VakfBb6AIq
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2023
শনিবার খেলা তার ঘরের মাঠে। দিল্লির উইকেট সম্পর্কে বিরাট যথেষ্ট ওয়াকিবহাল। তাই এই মাঠে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক। পাশাপাশি মনিশ পান্ডে, আমন খান, রিপল, ডেভিড ওয়ার্নার, সল্টদের স্কোরবোর্ডে বড় রান তুলতে হবে ব্যাঙ্গালুরুকে হারাতে গেলে। দিল্লির প্রধান চিন্তা ব্যাটিং। বুড়ো হাড়ে ইশান্ত শর্মা যা বল করেছেন আগের দিন সেটা চাপে রাখতে পারে কোহলির দলকে। তবে সব কিছু ছাপিয়ে শনিবার আইপিএলে বিরাট বনাম সৌরভ লড়াই এটা বলাই যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Delhi Capitals, RCB, Sourav Ganguly, Virat Kohli