#মুম্বই: টিম ইন্ডিয়ার সংসারে এখন তিনি ব্রাত্য। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতার পর জায়গা হারিয়েছেন। অবশ্য আইপিএল নিলামে দ্বিতীয় দিন তাকে ১ কোটি টাকায় কিনে নিয়েছিল কেকেআর। এই আইপিএল তার কাছে জবাব দেওয়ার মঞ্চ। দেখিয়ে দেওয়ার প্লাটফর্ম। প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও প্রথম বলেই আউট হয়ে গেলেন অজিঙ্কা রাহানে। যা আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
কেকেআরের প্রথম অনুশীলন ম্যাচে অফস্টাম্পের বাইরের বলে রাহানেকে বেশ নড়বড়ে দেখিয়েছে। তারই মধ্যে বড় শট মারতে গিয়ে মিড অনে ক্যাচ দেন রাহানে। সেই শটে একেবারেই টাইমিং ছিল না। দ্বিতীয় প্রস্ততি ম্যাচে তো প্রথম বলেই আউট হয়ে যান রাহানে। সেটা একেবারে ট্রেডমার্ক রাহানে-সুলভ আউট ছিল। উমেশ যাদবের প্রথম বল ভিতরের দিকে আসে। কিন্তু কোনও শট মারার চেষ্টা করেননি ভারতীয় টেস্ট দলের প্রাক্তন সহ-অধিনায়ক।
তাঁর প্যাডে আছড়ে পড়ে বল। জোরালো আবেদন করেন উমেশ। তাতে রাহানকে আউট দেওয়া হয়। যদিও সেই সিদ্ধান্তে অসন্তুষ্ট দেখায় রাহানেকে। হাত তুলে প্রশ্নও করেন। তারপর মাথা নাড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান। বুধবার কেকেআরের দ্বিতীয় প্রস্ততি ম্যাচে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ১৭৫ রান তোলে টিম গোল্ড। দলের হয়ে সর্বোচ্চ রান করেন রিঙ্কু সিং। ২৫ বলে করেন ৪৪ রান।The 𝙆𝙣𝙞𝙜𝙝𝙩𝙨 𝙞𝙣 𝙖𝙘𝙩𝙞𝙤𝙣 from last night’s practice match! 📸@ShreyasIyer15 @venkateshiyer @ShelJackson27 @rinkusingh235 #KKR #KKRHaiTaiyaar #কেকেআর #GalaxyOfKnights #IPL2022 pic.twitter.com/3d9qmk93Qa
— KolkataKnightRiders (@KKRiders) March 24, 2022
জবাবে শুরুতে চাপে পড়ে গিয়েছিল টিম পার্পেল। একটা সময় মনে হচ্ছিল, টিম গোল্ড অনায়াসে জিতে যাবে। যদিও অন্য পরিকল্পনা ছিল রাশিখ দারের। মূলত তাঁর সৌজন্যে দু'উইকেটে জিতে যায় শ্রেয়স আইয়ারের দল। শেষ ওভারের বল করেন শিবম মাভি। তবে ভেঙ্কটেশ আইয়ার ৮৭ রান করেন। বল হাতে তুলে নেন তিনটি উইকেট। তবে কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন অনুশীলন ম্যাচ ক্রিকেটারদের ছন্দে ফেরার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন তিনি।
অজিঙ্কা রাহানেকে দলের ওপেনার হিসেবে দরকার। বিশেষ করে প্রথম কয়েকটি ম্যাচে যখন অস্ট্রেলিয়ার ফিঞ্চকে পাওয়া যাবে না। তবে এই পারফরম্যান্স দেখে তার ওপর আস্থা হারাতে রাজি নন কেকেআর কোচ। চেন্নাই এর বিরুদ্ধে মাঠে নামার আগে আরো দুটো অনুশীলন পাবে কেকেআর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।