#চেন্নাই: ফের একবার বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে৷ কোহলির ক্যাপ্টেনসিতে ভারত টানা চার টেস্ট ম্যাচ হেরেছে৷ নিউজিল্যান্ডের মাটিতে জোড়া টেস্ট, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট এবং ইংল্যান্ডের সঙ্গে ঘরের মাঠে চেন্নাই টেস্ট৷ অধিনায়ক কোহলির রক্ষাকবচ হয়ে এবার ব্যাট ধরলেন তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)৷ সাফ জানিয়ে দিলেন বিরাট কোহলি ভারতের ক্যাপ্টেন আছেন এবং তিনিই থাকবেন৷
শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইতে দ্বিতীয় টেস্টে খেলতে নামছে ভারত৷ প্রথম টেস্টে ২৭২ রানে হেরে চার ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে কোহলি অ্যান্ড কোং৷ শুক্রবার প্রাক ম্যাচ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন রাহানে৷ তখনই তাঁর কাছে কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল মিডিয়া থেকে৷ সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে রাহানে বললেন, "সবসময় একই রকম এনার্জি নিয়ে মাঠে নামা যায় না৷ বিরাট কোহলি অধিনায়ক হিসাবে ফেরার জন্য দলের এনার্জি কমেনি৷ কোহলিই ভারতের ক্যাপ্টেন, এবং সেই থাকবে৷ এখানে কোনও বিতর্ক নেই, কোনও মশলাও নেই৷"
অস্ট্রেলিয়ার মাটিতে রাহানে শুধুই দুরন্ত পারফরম্যান্স করেননি৷ তাঁর ক্যাপ্টেনসিতেই ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে রূপকথার সিরিজ ছিনিয়ে আনে৷ কিন্তু দেখতে গেলে রাহানে মেলবোর্নে সেঞ্চুরি করার পর থেকেই যেন ছন্দ হারিয়ে ফেলেলেন৷ শেষ সাত ইনিংসে তাঁর রান যথাক্রমে ২৭*, ২২, ৪, ৩৭, ২৪, ১ ও ০৷
যা দেখে অনেকেই রাহানের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ চেন্নাইয়ে প্রথম টেস্ট হারার পরেও বিরাট কথা বলেছিলেন রাহানের সমর্থনেই৷ তিনি মিডিয়ার উদ্দেশ্যে বলেছিলেন, "এখান থেকে আপনারা কিন্তু খোদাই করে কিছু পাবেন না৷ কারণ এখানে কিছু নেই৷ আমি আগেও বলেছি যে, পূজারা আর রাহানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট ব্যাটসম্যান, সেটাই থাকবে৷ আমরা দীর্ঘদিন ধরেই ক্ষমতায় বিশ্বাস করি৷ ও যথেষ্ট প্রভাব ফেলে টিমে৷ মেলবোর্নে টেস্টে দলের সবচেয়ে বেশি দরকার ছিল ওকে৷ অজিঙ্কা কিন্তু সেঞ্চুরি করে দেখিয়েছিল৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajinkya Rahane, Ind vs Eng, Virat Kohli