#মেলবোর্ন: বিরাট কোহলির পরিবর্তে মেলবোর্ন টেস্টে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেনের ভূমিকায় বাড়তি দায়িত্বে অজিঙ্কা রাহানে৷ আরও একবার নিজের জাত চেনালেন টিম ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান৷
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের জবাবে ভারতে ব্যাট করতে নেমে ৬৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল৷ সেখান থেকে রাহানে দলের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটাই শুধু করলেন না, কেরিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার ভারতকে বড় ধাক্কা থেকে বাঁচালেন তিনি৷
রাহানের অপরাজিত শতরানের প্রশংসা করেছেন সকলেই৷ অনেকের মতে রাহানের কেরিয়ারের অন্যতম সেরা টেস্ট সেঞ্চুরি এটা৷ এমনকী কোহলিও ট্যুইট করে তাঁকে সাধুবাদ জানিয়েছেন৷
রাহানে এদিন একাধিক রেকর্ডে ভাগ বসালেন৷ কিংবদন্তি ভিনু মানকড়ের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ একাধিক সেঞ্চুরি করলেন৷ ২০১৪ সালেও এই মাঠেতে রাহানে সেঞ্চুরি করেছিলেন৷ ৬ বছর পর ফের একবার তিন অঙ্কের রান করলেন৷
রাহানে এদিন সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে এমসিজি-তে শতরান করলেন৷ অস্ট্রেলিয়া সফরে আসা এশিয়ার অধিনায়কদের মধ্যে সচিন ছাড়া পাকিস্তানের হানিফ মহম্মদ ও মহম্মদ ইউসুফের সেঞ্চুরি আছে এই ভেন্যুতে৷ সচিনের পর রাহানের নাম যুক্ত হল ভারতীয়দের মধ্যে৷
আরও বেশ কিছু পরিসংখ্যান এদিন রাহানের সেঞ্চুরির সঙ্গে যুক্ত হয়েছে৷ অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে চারজন ভারতীয় অধিনায়ক সেঞ্চুরি করেছেন৷ এই তালিকায় সচিন, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (একাধিক) ছিলেন৷ পঞ্চম ব্যক্তি হিসাবে নাম যুক্ত হয়েছে রাহানের৷ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৭৭/৫৷ রাহানে ১০৪ রানে ও রবীন্দ্র জাদেজা ৪০ রানে অপরাজিত রয়েছেন ক্রিজে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajinkya Rahane, Sachin Tendulkar