হোম /খবর /খেলা /
শতরানে সচিনকে ছুঁয়ে একাধিক রেকর্ডে ভাগ বসালেন রাহানে

শতরানে সচিনকে ছুঁয়ে একাধিক রেকর্ডে ভাগ বসালেন রাহানে

শতরানে সচিনকে ছুঁয়ে একাধিক রেকর্ডে ভাগ বসালেন রাহানে

শতরানে সচিনকে ছুঁয়ে একাধিক রেকর্ডে ভাগ বসালেন রাহানে

রাহানে দলের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটাই শুধু করলেন না, কেরিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার ভারতকে বড় ধাক্কা থেকে বাঁচালেন তিনি৷ রাহানের অপরাজিত শতরানের প্রশংসা করেছেন সকলেই৷

  • Last Updated :
  • Share this:

#মেলবোর্ন: বিরাট কোহলির পরিবর্তে মেলবোর্ন টেস্টে স্ট্যান্ড-ইন ক্যাপ্টেনের ভূমিকায় বাড়তি দায়িত্বে অজিঙ্কা রাহানে৷ আরও একবার নিজের জাত চেনালেন টিম ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান৷

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের জবাবে ভারতে ব্যাট করতে নেমে ৬৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল৷ সেখান থেকে রাহানে দলের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজটাই শুধু করলেন না, কেরিয়ারের দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে ফের একবার ভারতকে বড় ধাক্কা থেকে বাঁচালেন তিনি৷

রাহানের অপরাজিত শতরানের প্রশংসা করেছেন সকলেই৷ অনেকের মতে রাহানের কেরিয়ারের অন্যতম সেরা টেস্ট সেঞ্চুরি এটা৷ এমনকী কোহলিও ট্যুইট করে তাঁকে সাধুবাদ জানিয়েছেন৷

রাহানে এদিন একাধিক রেকর্ডে ভাগ বসালেন৷ কিংবদন্তি ভিনু মানকড়ের পর ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-এ একাধিক সেঞ্চুরি করলেন৷ ২০১৪ সালেও এই মাঠেতে রাহানে সেঞ্চুরি করেছিলেন৷ ৬ বছর পর ফের একবার তিন অঙ্কের রান করলেন৷

রাহানে এদিন সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে এমসিজি-তে শতরান করলেন৷ অস্ট্রেলিয়া সফরে আসা এশিয়ার অধিনায়কদের মধ্যে সচিন ছাড়া পাকিস্তানের হানিফ মহম্মদ ও মহম্মদ ইউসুফের সেঞ্চুরি আছে এই ভেন্যুতে৷ সচিনের পর রাহানের নাম যুক্ত হল ভারতীয়দের মধ্যে৷

আরও বেশ কিছু পরিসংখ্যান এদিন রাহানের সেঞ্চুরির সঙ্গে যুক্ত হয়েছে৷ অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে চারজন ভারতীয় অধিনায়ক সেঞ্চুরি করেছেন৷ এই তালিকায় সচিন, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলি (একাধিক) ছিলেন৷ পঞ্চম ব্যক্তি হিসাবে নাম যুক্ত হয়েছে রাহানের৷ বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ২৭৭/৫৷ রাহানে ১০৪ রানে ও রবীন্দ্র জাদেজা ৪০ রানে অপরাজিত রয়েছেন ক্রিজে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Ajinkya Rahane, Sachin Tendulkar