মুম্বই: আইপিএলে ছন্দে থাকার পুরস্কার পেলেন অজিঙ্কা রাহানে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত দলে জায়গা পেলেন তিনি। মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিসিআই। ১৫ জনের দলে দীর্ঘদিন বাদে কাম ব্যাক করেছেন রাহানে। আসলে শ্রেয়স চোট পাওয়ার পর তার জায়গায় রাহানে ফিরবেন এমন একটা সম্ভাবনা ছিল। কোচ রাহুল দ্রাবিড় তাকে ফিরিয়ে নেওয়ার পক্ষে ছিলেন। সেটাই হল শেষ পর্যন্ত।
এছাড়াও জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ভরত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের ওভালে আগামী ৭ থেকে ১১ই জুন এই টেস্ট খেলবে ভারত। এটা টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ বলা যায়। এর আগে ফাইনালে উঠলেও বিরাট কোহলির নেতৃত্বে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ভারত। এবার দেখার রোহিত শর্মার নেতৃত্বে ভারত কতটা পারফর্ম করে।
ওপেন করবেন রোহিত শর্মার সঙ্গে গিল। কে এল রাহুল যথারীতি আছেন। বাদ পড়েছেন ঈশান কিষান। অলরাউন্ডার শারদুল ঠাকুর জায়গা পেয়েছেন দলে। বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট ফিরে এসেছেন। ফাস্ট বোলার হিসেবে সিরাজ, শামি, উমেশ আছেন। স্পিনার হিসেবে অক্ষর, রবীন্দ্র জাদেজা, অশ্বিন আছেন। অর্থাৎ যতটা সম্ভব ব্যালেন্স দল তৈরি করেছে ভারত।
🚨 NEWS 🚨#TeamIndia squad for ICC World Test Championship 2023 Final announced.
Details 🔽 #WTC23 https://t.co/sz7F5ByfiU pic.twitter.com/KIcH530rOL — BCCI (@BCCI) April 25, 2023
দু'বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ভুল হয়েছিল সেটা আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করতে চায় না টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ভারতের ঘরে নেই আইসিসি ট্রফি। এবার সেই অপেক্ষা শেষ করতে চায় টিম ইন্ডিয়া। আইপিএল শেষ হলেই মাত্র কয়েকদিনের ব্যবধানে শুরু হয়ে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার জন্য মানসিকভাবে প্রস্তুত সকলে।
কোচ রাহুল দ্রাবিড় আগে থেকেই বলে দিয়েছিলেন আইপিএলের মাঝেই যারা দলে সুযোগ পাবেন তাদের লাল বলের ক্রিকেট খেলে নিজেদের প্রস্তুতি সেরে রাখতে হবে। তবে রাহানে চার নম্বরে সুযোগ পাবেন সেটা একপ্রকার নিশ্চিত বলা যায়। আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে পুনর্জন্ম হয়েছে তার। তার আগে রঞ্জি ট্রফিতেও দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।