#দুবাই: টেস্ট ক্রিকেট খেলার ছাড়পত্র চলতি বছর জুনেই পেয়ে গিয়েছিলেন তারা ৷ এবার প্রথম টেস্ট খেলার সূচীও ঘোষণা করে ফেলল আইসিসি ৷ আগামী বছর মে মাসে প্রথম টেস্ট মাচ খেলতে নামবেন আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের ক্রিকেটাররা ৷ ১১ মে থেকে শুরু হবে টেস্ট বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে ৷
পাকিস্তানকে প্রথম প্রতিপক্ষ হিসাবে পেতে আইসিসির কাছে আবেদন করেছিল আয়ারল্যান্ড। ১২ অক্টোবর অকল্যান্ডে আইসিসি-র সভায় সেই আবেদন গৃহীতও হয়। টেস্ট খেলার পাশাপাশি দেশে ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে এবং পরিকাঠামগত উন্নতির জন্য নতুন কমিটি গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Afghanistan, Cricket, ICC, Ireland, Test Cricket, Test Status