#সাউদাম্পটন: একদলের হারানোর কিছু নেই। আরেক জনের কাছে নক আউটের লড়াই। এই অবস্থায় আজ, সোমবার সাউদাম্পটনে মুখোমুখি আফগানিস্তান ও বাংলাদেশ। এজিস বোলে শনিবার বিশ্বকাপের প্রথম অঘটন কার্যত ঘটিয়ে দিয়েছিলেন নবি, রশিদরা। হারতে হয়েছিল স্রেফ ফিনিশিং ও অভিজ্ঞতার অভাবে। হারানোর কিছু না থাকায় কার্যত আজ খোলা মনেই খেলবে আফগানরা। শেষ চারের এখনও ক্ষীণ আশা রয়েছে বাংলাদেশের সামনে। তাই দুই পয়েন্ট পেতে মরিয়া মাশরাফিরা। অস্ট্রেলিয়া ম্যাচে বাইরে থাকলেও এই ম্যাচে দলে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন অফ ফর্মে থাকা রুবেল হোসেন।
এদিকে আফগানিস্তানের ম্যাচ বলতেই যাঁর দিকে সবচেয়ে বেশি নজর থাকে, তিনি হলেন রশিদ খান ৷ এ বছর বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ বোলিং গড়ের রেকর্ড এখন তাঁর দখলেই ৷ বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কিন্তু মাশরাফিদের তাঁর ভালোবাসার কথাই জানালেন ৷ রবিবার বাংলাদেশি সাংবাদিকদের স্পষ্ট বাংলা ভাষায় জানিয়েছেন, ‘ভালোবাসি বাংলাদেশ!’ বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-তে প্রকাশিত হয়েছে এ খবর ৷
সাংবাদিকরা রশিদের বাংলা শুনে প্রথমে হকচকিয়ে গেলেও তারপর প্রশ্ন করেন, এই ভালোবাসা বাংলাদেশের জন্য আজ কি থাকবে ? উত্তরে রশিদ জানান, ‘রোজ রোজ ভালোবাসা!’
আইপিএলের পাশাপাশি বাংলাদেশের প্রিমিয়ার লিগ (BPL)-এও নিয়মিত খেলেন রশিদ ৷ তাই বাংলাদেশ ও বাংলা ভাষার প্রতি তাঁর যে আলাদা ভালোবাসা রয়েছে, সেকথা জানাতে ভোলেননি আফগানিস্তানের তারকা স্পিনার ৷