#কলকাতা: ভারতীয় মহিলা ফুটবল দল এশিয়ান কাপ (AFC Women's Asian Cup) থেকে বাইরে চলে গেল৷ রবিবার গ্রুপ এ -তে চাইনিজ তাইপেই -র বিরুদ্ধে দল নামাতে পারল না ভারতীয় মহিলা ফুটবল দল৷ দলে করোনা ভাইরাস (coronavirus) সংক্রমণের কারণে দলের অনেক ফুটবলার (Footballer) আক্রান্ত হওয়ায় দলই নামাতে পারল না ভারত ৷ গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তারা একেবারে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল৷
একটি বিবৃতিতে এশিয়ান ফুটবল কনফেডারেশন বলেছে ভারতীয় দলের সবচেয়ে কম ১৩ জন ফুটবলার দরকার ছিল৷ ভারতের হাতে তাও ছিল না৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আর্টিকেল ৪.১ অনুসারে বিশেষ নিয়ম কার্যকরী রয়েছে করোনা ভাইরাস অতিমারির কারণে৷ কিন্তু ভারত সেই নিয়মের ধারা অনুযায়িও ভারত নিজেদের দল নামাতে পারেনি৷’’-এএফসি বিবৃতি৷
আরও পড়ুন - Vamika: লুকোছাপার দিন শেষ, এবার ভামিকাকে কোলে নিয়ে ব্যালকনিতে ক্যামেরার সামনে অনুষ্কা, ভাইরাল ভিডিও
নিয়ম ৪.১ বলা হয়, ‘‘যদি অংশগ্রহণকারী দল /ক্লাব ১৩ জনের থেকে (একজন গোলরক্ষক সহ) ম্যাচের জন্য প্রয়োজন হয়৷ (করোনা ভাইরাস অতিমারি কিম্বা অন্য কোনও কারণ সহ), অংশগ্রহণকারী দল বা ক্লাব ম্যাচ খেলতে পারবে না৷ ম্যাচে অংশ নিতে না পারলে অংশগ্রহণকারী দলকে পুরো টুর্নামেন্ট থেকেই নাম তুলে নিতে হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Football, Footballer