লাহোর: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। আড়াইশোর বেশি একদিনের ম্যাচ খেলেছেন। প্রায় ৫০ টি টেস্ট ম্যাচ খেলেছেন। ভারতের বিরুদ্ধেও তার রেকর্ড ভাল। পাকিস্তানের আব্দুল রাজ্জাক জানিয়েছেন বিরাট এবং বাবর দুজনেই দুর্ধর্ষ ব্যাটসম্যান। দুজনের প্রচুর স্কিল এবং উন্নত টেকনিক। দুজনেই যে কোনও উইকেটে রান করতে পারেন।
কিন্তু ফিটনেসের ক্ষেত্রে বাবর আজমকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলি। এই জায়গায় ভারতীয় ব্যাটসম্যান মাইল খানেক এগিয়ে। আধুনিক ক্রিকেটে যেটা প্রচন্ড দরকার মনে করেন রাজ্জাক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজ্জাক জানিয়েছেন তিনি যখন ভারত পাকিস্তান ম্যাচ খেলতেন তখনকার ক্রিকেটারদের হয়তো স্কিল তুলনায় বেশি ছিল।
কিন্তু গতি বেড়ে গিয়েছে এখন অনেক বেশি। ফলে টিকে থাকতে গেলে ফিটনেস শেষ কথা। আব্দুল জানিয়েছেন তিনি সব সময় ক্রিকেটারদের তুলনা করতে পছন্দ করেন না। কিন্তু ভারত পাকিস্তান প্রসঙ্গ এলে তুলনা এসেই যায়। তার মতে ইমরান খান না কপিল দেব - কে বড় এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়।
এখন যেমন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসেবে ভারতে যথেষ্ট উন্নতি করেছেন মনে করেন আব্দুল। পাশাপাশি পাকিস্তানেও কয়েকজন আছে যারা সাদা বলের ক্রিকেটে দুটো ভূমিকা পালন করতে পারেন। তিনি চান রাজনীতি ভুলে ক্রিকেট মাঠে আবার মুখোমুখি হোক ভারত পাক। কিন্তু কাজটা এত সহজ নয় সেটাও জানেন।
আব্দুল রাজ্জাক নিশ্চিত বাবর আন্তর্জাতিক ক্রিকেটে আরও অনেক রান করবেন। পাশাপাশি বিরাট ৭৫ সেঞ্চুরির মালিক হলেও আরও বেশি সেঞ্চুরি করার ক্ষমতা রাখেন স্পষ্ট জানিয়েছেন পাক অলরাউন্ডার। তবে বাবরের থেকে আন্তর্জাতিক ক্রিকেটে সাত বছর আগে এসেও বিরাট আজ পর্যন্ত যেভাবে ফিটনেসে শীর্ষস্থান ধরে রেখেছেন সেটা সকলের কাছে শিক্ষণীয়। এই কারণে বিরাট কোহলি স্পেশাল ক্রিকেটার জানিয়েছেন আব্দুল রাজ্জাক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Virat Kohli