#কলকাতা: বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নিয়ে বিতর্ক চলছেই। পাকিস্তানকে খেলে হারানোর পক্ষপাতী সচিন। ম্যাচ ছেড়ে দেওয়া আত্মসমর্পণের থেকে কম কিছু না। এমনটাই মনে করেন মাস্টার ব্লাস্টার ৷ সচিনের পাশাপাশি ম্যাচ খেলার পক্ষে সওয়াল ‘লিটল মাস্টার’ সুনীল গাভাস্করেরও। এদিকে ম্যাচ খেলা সমর্থন করায় সচিন, গাভাস্করকে দেশদ্রোহী বলে অনেক মন্তব্যই ভেসে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ২ পয়েন্টের পক্ষপাতি সৌরভের ছোটবাবু সচিন। আর সচিনের মন্তব্যের পর সৌরভের হালকা মজা, ‘‘সচিন ২ পয়েন্ট চাইলে আমার বিশ্বকাপ চাই।’’
A lot of people in the media is trying to put my statement against sachin s when I said “I want the World Cup”My response has got nothing to do with his statement, nor is my statement against his .. he is, has been and will be one of my best friends for last 25 years @sachin_rt
— Sourav Ganguly (@SGanguly99) February 24, 2019
তবে সৌরভের এই মন্তব্যকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে ৷ অনেকেই সচিনকে দেশদ্রোহী বলে বর্ণনা করেছেন ৷ সৌরভের যুক্তিকে সমর্থনও জানাচ্ছেন ৷ যা দেখে স্বভাবতই বিরক্ত মহারাজ ৷ তাঁর মতে, ‘‘ মিডিয়ার বেশ কিছু লোকজন আমার বক্তব্যকে সচিনের বিরুদ্ধে গিয়ে দেখাতে চাইছেন ৷ যখন আমি বলেছি ‘আমি চাই আমার বিশ্বকাপ৷ ’ আমার এই মন্তব্য সচিনের বক্তব্যকে বিরোধীতা করা একেবারেই নয় ৷ গত ২৫ বছর ধরেই সচিন এবং আমি খুব ভাল বন্ধু এবং ভবিষ্যতেও থাকব ৷ ’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sachin Tendulkar, Sourav Ganguly