corona virus btn
corona virus btn
Loading

দুর্দান্ত বালক ! প্রথম বলেই শূন্য রানে ফেরালেন কিংবদন্তি ক্রিকেটারকে, ভিডিও ভিউ বাড়ছে বুলেটের গতিতে

দুর্দান্ত বালক ! প্রথম বলেই শূন্য রানে ফেরালেন কিংবদন্তি ক্রিকেটারকে, ভিডিও ভিউ বাড়ছে বুলেটের গতিতে
ছবি সংগৃহীত ৷

ভিডিওটি নিমেষেই ভাইরাল হয়েছে

  • Share this:

#লন্ডন: এই মুহূর্তে ক্রিকেটের মক্কা বলে পরিচিত লডর্সে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে ৷ এই ম্যাচে উইকেটের বৃষ্টি হচ্ছে অর্থাৎ বোলার সহায়ক পিচের কারণেই ৷ প্রথমে ব্যটে করে প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছে ২৫৮ রান ৷ আর তারপরে শেষ পাওয়া খবরে ১০২ রানে অস্ট্রেলিয়া হারিয়েছে ৫ উইকেট ৷ একের পর এক উইকেট পড়তেই থাকছে ৷

একদিকে ময়দানে চলছে জোরদার ক্রিকেট খেলা তো অন্য কিংবদন্তি ক্রিকেটার জিওফ বয়কটের (ব্যাটিং করছেন সেই মুদ্রাতে) মূর্তিতে ছোট্ট ছেলে বল করেছে সেই বল ব্যাটে লাগতেই ফিল্ডিং করছিলেন যিনি তিনি নিমেষেই তালুবন্দি করেছেন বলটি ৷ এই ভিডিওটি আইসিসি সরকারি ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে নিমেষেই বাইরাল হয়েছে সেই ভিডিও ৷

First published: August 18, 2019, 3:11 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर