ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর খেলছিলেন শাহরুখ খান। শাহরুখ #AskShahrukh বলে একটি ট্রেন্ড ট্যুইটারে চালু করেছিলেন। সেখানে ভক্তরা বলিউডের কিং খানকে নানা রকম প্রশ্ন করেছিলেন। একজন ভক্ত শাহরুখের কাছে জানতে চাইলেন, ৬০০ কোটি টাকার সিনেমা নাকি আইপিএল খেতাব, কোনটা চান তিনি! তাঁর নাম শাহরুখ খান। বলিউডের কিং খান। তাঁকে ফাঁদে ফেলা তো আর এত সহজ নয়! শাহরুখ কায়দা করে জবাব দিলেন, ''আমি কখনওই মাল্টিপল চয়েস প্রশ্ন পছন্দ করি না। কারণ এক্ষেত্রে আমি সবসময়ই চাই, প্রতিটা প্রশ্নের উত্তর যেন সঠিক হয়।'' অর্থাৎ হাবেভাবে তিনি বুঝিয়ে দিলেন, আইপিএল খেতাবের সঙ্গে তাঁর সিনেমা ৬০০ কোটি টাকার ব্যবসা করলেই বা ক্ষতি কী! এই দুটি ক্ষেত্রে তিনি একেবারেই অপশন পছন্দ করেন না, সেটাই হয়তো বুঝিয়ে দিলেনশাহরুখ।
Chooose One 1. KKR winning 2021 IPL 2. Your Films Collects more than 600Crs in Box-office @iamsrk #AskSRK
— 𝐒𝐑𝐊𝐢𝐚𝐧 𝐅𝐨𝐫𝐞𝐯𝐞𝐫 (@black_knightt__) March 31, 2021
শাহরুখের দল কেকেআর দুবার আইপিএলের খেতাব জিতেছে। ফলে আইপিএল ট্রফির স্বাদ তাঁর কাছে নতুন কিছু নয়। গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল খেতাব জিতেছে কেকেআর। তবে গত বছর আইপিএল কেকেআর-এর জন্য একেবারেই ভাল যায়নি। আন্দ্রে রাসেলরা প্ল অফে জায়গা পাকা করতে পারেননি। এবার টিমের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। আইপিএল নিলামে কেকেআর হরভজন সিং, সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ স্পিনারকে দলে নিয়েছে। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে কেকেআর।