• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • বয়স মাত্র পাঁচ, ব্যাটিং স্কিল দেখলে শিশুটিকে স্যাল্যুট করতে আপনি বাধ্য !

বয়স মাত্র পাঁচ, ব্যাটিং স্কিল দেখলে শিশুটিকে স্যাল্যুট করতে আপনি বাধ্য !

Photo Source: Youtube

Photo Source: Youtube

 • Share this:

  #মুম্বই: বয়স মাত্র পাঁচ ৷ কিন্তু তাতে কী ৷ সে ব্যাট হাতে দাঁড়ালে তাবড় তাবড় বোলারদেরও ঘাম ঝরবে ! দেবা নারায়ণের ব্যাটিং স্কিল দেখলে মুগ্ধ হওয়াটাই স্বাভাববিক ৷ স্ট্রেট ড্রাইভ থেকে শুরু করে পুল-হুক, সবেতেই নিখুঁত সে ৷

  দেবার ব্যাটিংয়ের ভিডিও প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয় ৷ ভিডিওটি প্রায় দু’বছরের পুরনো হলেও দেবার ব্যাটিং স্কিল দেখতে যে কোনও সময়েই আপনার ভাল লাগবে ৷ কে বলতে পারে এই শিশুই ভবিষ্যতের মাস্টার ব্লাস্টার ৷

  First published: