• Home
  • »
  • News
  • »
  • sports
  • »
  • 2021 T 20 WORLD CUP WILL BE IN UAE AS PER BCCI SOURCE SMJ

News 18 বাংলার খবরে সিলমোহর, ভারতে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আরবেই

চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে।

  • Share this:

#কলকাতা:

নিউজ18 বাংলার খবরে সিলমোহর। ভারতে নয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীতেই। গত ৬ জুন নিউজ 18 বাংলার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল সেই খবর। খবরের শিরোনাম ছিল, "সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত! ভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ,  টুর্নামেন্ট আয়োজনে এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহীই।" সেই খবরেই সিলমোহর দিতে চলেছে আইসিসি। ভারতের পরিবর্তে চলতি বছর অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। করোনার জেরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও পর্যন্ত তৈরি না হলেও আইসিসি সূত্রে খবর, আইপিএল ফাইনাল হয়ে গেলে ১৭ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু। ১৪ নভেম্বর হবে ফাইনাল। যদিও সরকারিভাবে এখনই কিছু ঘোষণা করা হয়নি। কারণ ২৮ জুন পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা রয়েছে বিসিসিআইয়ের হাতে। তবে বোর্ড কর্তারা একপ্রকার স্বীকারই করে নিচ্ছেন, বিশ্বকাপ আয়োজন এবার দেশে অসম্ভব। নিউজ 18 বাংলাকে বোর্ডের কয়েকজন প্রতিনিধি জানান, "অনেক চেষ্টা করেও বিশ্বকাপ আয়োজন করা এই পরিস্থিতিতে কার্যত অসম্ভব। অক্টোবর-নভেম্বরে ভারতে করোনার কি পরিস্থিতি থাকবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সেই সময় তৃতীয় ঢেউ আছড়ে পড়লে বিশ্বকাপ আয়োজন অসম্ভব। তাই সব দিক খতিয়ে দেখেই বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসছে ভারত।"  শুধু ৬ জুনের নিউজ 18 খবরই নয়, প্রায় মাস দেড়েক আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এরকম সম্ভাবনারই ইঙ্গিত দিয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন আইপিএল স্থগিত হয়ে যায়, তখন সৌরভ জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনও অনিশ্চিত। তবুও তাঁরা চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন। না হলে ভারতের বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী আগে থেকেই ঠিক করা রয়েছে আইসিসির তরফে। মে মাসের ৪ তারিখ এই খবর প্রকাশিত হয়েছিল নিউজ 18 বাংলার ওয়েবসাইট এবং টিভি চ্যানেলে। এবার সেই মতোই বিশ্বকাপ আয়োজন হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আরও একটি খবর জানিয়ে রাখা প্রয়োজন। আইপিএল ফাইনাল সম্ভবত ১৫ অক্টোবর।

Published by:Suman Majumder
First published: