#চেন্নাই: আগামী ১৮ ফেব্রুয়ারি চেন্নাইতে বসতে চলেছে আইপিএল নিলামের (ipl auction) আসর। তবে মেগা নয়, মিনি নিলাম (mini auction) হবে আগে থেকেই যা ঠিক করে রাখা হয়েছিল। আজ শুধু সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। গভর্নিং কাউন্সিল বৈঠকের পর কয়েকদিন আগেই ট্রেডিং উইন্ডো খুলে দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের ধরে রাখা এবং রিলিজ করার ব্যাপারে ফ্রাঞ্চাইজিগুলিকে নির্দিষ্ট তারিখ (২০জানুয়ারি) জানিয়ে দিয়েছিল বিসিসিআই। ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত উইন্ডো (trading window) খোলা রয়েছে। রিলিজ করে দেওয়া ক্রিকেটার এবং কিছু নতুন ক্রিকেটারদের নিয়ে হবে নিলাম। তবে বোর্ড আইপিএল দেশে হবে না বাইরে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।
গতবার করোনার কারণে আমিরাতে টুর্নামেন্ট করতে বাধ্য হয় বিসিসিআই। আর্থিক খরচ যেমন বেশি হয়েছিল, তেমনই ঘরের মাঠে টুর্নামেন্ট করার যে জনপ্রিয়তা সেটাও আঘাত খেয়েছিল। সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইচ্ছুক এ বারের টুর্নামেন্ট দেশের মাটিতে করতে। কিংস ইলেভেন পঞ্জাব যেমন ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকে, তেমনই স্মিথকে ছেড়ে দিয়েছে রাজস্থান। ফিঞ্চকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু। হরভজন সিং এবং ক্রিস মরিসকেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে নিলামে সবচেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। পঞ্চাশ কোটির বেশি নিয়ে নিলামে অংশগ্রহণ করবে প্রীতি জিন্টার দল। এর পরেই রয়েছে বেঙ্গালুরু এবং রাজস্থান। হাতে সবচেয়ে কম টাকা (১০ কোটি ৭৫ লাখ) রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের।
ALERT: IPL 2021 Player Auction on 18th February
Venue : ChennaiHow excited are you for this year's Player Auction?Set your reminder folks pic.twitter.com/xCnUDdGJCa— IndianPremierLeague (@IPL) January 27, 2021
নিজেদের সেরা ক্রিকেটারদের ধরে রেখেছে বেশিরভাগ ফ্রাঞ্চাইজি। প্রথমে শোনা গিয়েছিলো রেকর্ড পরিমাণ অর্থে দিয়ে কেনা অস্ট্রেলিয়ান প্যাট কামিন্সকে ছেড়ে দিতে পারে কেকেআর। দীনেশ কার্তিককেও রিলিজ দেওয়া হবে শোনা যাচ্ছিল। এদের কাউকেই ছাড়া হয়নি। সবচেয়ে অবাক করার মত ব্যাপার গত দুটো আইপিএলে কুলদীপ যাদব উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও তাঁকে রেখে দিয়েছে দল। ইংলিশ ক্রিকেটার টম ব্যন্টন, ক্রিস গ্রিনদের পাশাপাশি সিদেশ লাড, নিখিল নায়েকদের মত ভারতীয় ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। কলকাতাকে দুবার চ্যাম্পিয়ন করা অধিনায়ক গৌতম গম্ভীর বিস্ময় প্রকাশ করেছিলেন নাইটদের স্ট্রাটেজি নিয়ে।
গতবার টুর্নামেন্টে ব্যাটিং অর্ডার ঠিক করতে করতেই অর্ধেক টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছিল। কোচ ম্যাকালাম জানিয়েছিলেন নির্দিষ্ট ব্যাটিং অর্ডারে খেলাবেন দলকে। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। শুভমান গিল, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, মর্গানদের মত কয়েকজন ছাড়া বাকিরা উল্লেখযোগ্য পারফরম্যান্স তুলে ধরতে পারেননি। চূড়ান্ত ফ্লপ ছিলেন আন্দ্রে রাসেল। নাইটদের দরকার একজন বিদেশি ওপেনার। হাতে থাকা অর্থ দিয়ে সেই ওপেনার শাহরুখ খানের দল কেনে কিনা সেটাই দেখার। তবে এই নিলাম হবে চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু'টি টেস্ট শেষ হওয়ার পর।