corona virus btn
corona virus btn
Loading

বৃষ্টিও আটকাতে পারল না বিরাটদের, ধোনির শহরে জয় দিয়েই টি২০ অভিযান শুরু ভারতের

বৃষ্টিও আটকাতে পারল না বিরাটদের, ধোনির শহরে জয় দিয়েই টি২০ অভিযান শুরু ভারতের
Photo: PTI
  • Share this:

অস্ট্রেলিয়া: ১১৮/৮

ভারত: ৪৯/ ১ ( ৫.৩/৬ ওভার) 

ডাকওয়ার্থ লুইস সিস্টেমে ৯ উইকেটে জয়ী ভারত

#রাঁচি:  ধোনির শহরে বিরাট জয়। একদিনের পর টি২০। অজিদের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত টিম ইন্ডিয়ার।রাঁচিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সহজ জয় কোহলিদের। টি২০ সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে জিতল শাস্ত্রী ব্রিগেড।

শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোহলি। ১৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে ১১৮ তোলে অস্ট্রেলিয়া। তারপরই বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকে। বৃষ্টি থাকার পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ৬ ওভারে ৪৮। রোহিতের উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতেই জয় তুলে নেন ধাওয়ান-কোহলিরা।

9116ef8aa1c9458bbb42067e71e3005d-9116ef8aa1c9458bbb42067e71e3005d-0

১৪ বলে ২২ করেন বিরাট। ১৫ করেন শিখর। ২টি করে উইকেট পান কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ। ম্যাচের সেরা নির্বাচিত হন চায়নাম্যান কুলদীপ। কাঁধের চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেছেন অজি অধিনায়ক স্মিথ। পরিবর্তে সিরিজে অজিদের নেতৃত্ব দেবেন ওয়ার্নার। আদামী ১০ অক্টোবর অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

First published: October 8, 2017, 8:38 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर