corona virus btn
corona virus btn
Loading

ছেলেধরা সন্দেহে স্কুলের সামনে থেকে আটক যুবক

ছেলেধরা সন্দেহে স্কুলের সামনে থেকে আটক যুবক
representative image

স্কুলের সামনে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল এক যুবক। অভিভাবকদের সন্দেহ হওয়ায় বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানানো হয় ৷ এরপর যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । তার কথার মধ্যে অসংগতি লক্ষ্য করায় স্কুল কর্তৃপক্ষ কোলাঘাট থানায় খবর দেওয়া হলে যুবককে আটক করা হয়েছে ৷

  • Share this:

#কোলাঘাট: স্কুলের সামনে দীর্ঘক্ষণ ঘোরাফেরা করছিল এক যুবক। অভিভাবকদের সন্দেহ হওয়ায় বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানানো হয় ৷ এরপর যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় । তার কথার মধ্যে অসংগতি লক্ষ্য করায় স্কুল কর্তৃপক্ষ কোলাঘাট থানায় খবর দেওয়া হলে যুবককে আটক করা হয়েছে ৷

আরও পড়ুন: আলিপুর জেলে ভূতের উপদ্রব, ফাঁসির মঞ্চ, হাসপাতালে শোনা যাচ্ছে পায়ের আওয়াজ !!!

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কোলাঘাট থানার মেচেদার কাছে শ্রী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের সামনে যুবকটিকে দেখতে পায় অভিভাবকরা। তার হাতে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগের মধ্যে বেশকিছু চালের পাশাপাশি নানা ধরনের খাওয়ার পাওয়া গিয়েছে। তবে যুবকটিকে আগে স্কুলের সামনে কখনও দেখা যায়নি । যুবকের বয়স অনুমানিক ২৯ বছর। কেন যুবকটি স্কুলের সামনে এইভাবে দাঁড়িয়ে ছিল তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সেই সাথে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পর থেকেই আতঙ্কে অভিভাবকরা ৷

আরও পড়ুন: সিভিল সার্ভিসে পাস না করেও আড়াই বছর ধরে আমলাদের চাকরি, বিজেপি সাংসদের মেয়ে-সহ গ্রেফতার ১৯

First published: July 18, 2018, 9:10 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर