#দিঘা: দিঘা থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ! ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের ৷ আরও একজন গুরুতর জখম হন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ওই যুবক ৷
শনিবার রাতে প্রাইভেট গাড়ি করে ফিরছিলেন দুই যুবক ৷ ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তারা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের নয়নজুলিতে উলটে যায়। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম অরূপ প্রধান (২৫), আহত ব্যক্তির নাম তমাল মাইতি (২৭)। এই দুই যুবক পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার তেতুলমুড়ি গ্রামের বাসিন্দা ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রায় ১২.৩০টা নাগাদ দিঘা থেকে বাড়ি ফিরছিলেন এই দুই যুবক ৷ কাঁথির সুবর্ণনগরের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে। গাড়ির গতি অত্যাধিক থাকায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় ৷ চালক ছিটকে পড়েন গাড়ি থেকে ৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ খবর পেয়ে কাঁথি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পাশাপাশি গাড়িটিকেও উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গাড়ির চালক ও যাত্রী দু'জনেই মদ্যপ অবস্থায় ছিল। প্রচন্ড গতিতে গাড়ি চালাতে গিয়েই প্রাণ হারালে হল একজনকে। তবে আর একজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ ৷