#পুরুলিয়া: দীর্ঘ টানাপোড়েনের পর এবার আধার কার্ড পেতে চলেছেন পুরুলিয়ার গাড়াফুসরুর বাসিন্দা সঞ্জীব মাহাতো। অস্টিওপোরেসিসে আক্রান্ত ২৩ বছরের ওই যুবক। পাঁচ বার তাঁর আধার কার্ড তৈরির চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
বয়স অনুযায়ী তাঁর ছবি মিলছে না বলেই আধার কার্ড হচ্ছে না বলে কারণ দেখানো হয়। আধার কার্ড না থাকায় তাঁর প্রতিবন্ধী ভাতাও বন্ধ হয়ে যায়।
এরপর, সংশ্লিষ্ট সংস্থা ও সরকারি স্তরে যোগাযোগ করেন সঞ্জীবের বাবা বৃন্দাবন মাহাতো। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ আধার কার্ড পাচ্ছেন সঞ্জীব। আর আগে হাইকোর্টের ভর্ৎসনার পর আধার কার্ড দেওয়া হয় বেহালার সনৎ মৈত্রকে।