• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কাটোয়ার তরুণ খেলোয়ার

ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন কাটোয়ার তরুণ খেলোয়ার

 • Share this:

  #কাটোয়া: নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক তরুণ খেলোয়ার! ঘটনাটি ঘটেছে কাটোয়া শ্মশানঘাটে। মৃতের নাম জয় সাহা । ২২ বছরের জয় কাটোয়া পুর এলাকার কাশীগঞ্জপাড়ার বাসিন্দা।

  জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতো এদিনও বন্ধুদের সঙ্গে অনুশীলন শেষে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিলেন জয়। হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে জলে তলিয়ে যান। বন্ধুদের চিৎকারে ঘাটে উপস্থিত থাকা লোকেরা মুহূর্তের মধ্যে জলে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।

  প্রায় ঘণ্টা দুয়েক বাদে জল থেকে মেলে জয়ের নিথর মৃতদেহ। কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা এই ভেবে অবাক, জয় সাহার মতো ভাল সাঁতার জানা একজন ছেলে কী করে জলে ডুবে গেলেন ? এটা কি নিছক দুর্ঘটনা না এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য! তদন্তে কাটোয়া থানার পুলিশ।

  First published: