#পূর্ব মেদিনীপুর: যুবককে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ। প্রেমিকার সঙ্গে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা রঞ্জিত মণ্ডল। পরিবারের অভিযোগ, প্রেমিকার পরিবার দেখতে পেয়ে যুবককে প্রথমে বেধড়ক মারধর করে। পরে গায়ে পেট্রোল ঢেেল আগুন ধরিয়ে দেয়। প্রেমিকাও ঘটনায় বলে জড়িত বলে অভিযোগ। প্রেমিকা-সহ পরিবারের ছ’জনকে আটক করেছে পুলিশ।
অন্ধকারে লুকিয়ে দেখা করতে গিয়েছিলেন প্রেমিকার সঙ্গে। পরিণতি, ভাল হল না। দেখতে পেয়ে যুবককে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা রঞ্জিত মণ্ডল। ছোটবেলায় মা মারা যাওয়ায় মামাবাড়িতে মানুষ। প্রতিবেশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক িছল রঞ্জিতের। রঞ্জিত এর মধ্যে দিল্লিতে সোনার কাজ করতে চলে যান। দিন চারেক আগে মামা বাড়িতে ফেরেন রঞ্জিত। এরপরই ঘটনার শুরু।
আরও পড়ুন পাক ক্রিকেটারদের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ , নিজের মত স্পষ্ট জানালেন সৌরভ
প্রতিবেশীদের অভিযোগ, প্রেমিকার পরিবার রঞ্জিতের সঙ্গে সম্পর্ক মানেননি। (রিকন্স) শুক্রবার রাতে ওই তরুণী রঞ্জিতকে ফোন করে দেখা করতে বলেন। রঞ্জিত দেখা করতে গেলে, দেখতে পেয়ে যান প্রেমিকার বাড়ির লোকেরা। শুরু হয় গণধোলাই। মারের চোটে যুবক অচৈতন্য হয়ে পড়লে তাঁর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় প্রেমিকার পরিবার।
প্রতিবেশীদের একাংশের অভিযোগ, ওই তরুণী সম্প্রতি অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। তাই যুবককে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ডেকে পাঠান প্রেমিকা। যুবকের দেহের কাঁথি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। প্রেমিকা-সহ পরিবারের ছ’জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও দেখুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Medinipore, Lover