#চন্দননগর: সারা দেশের বিভিন্ন প্রান্তের নেতাদের এনে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে উৎখাতের ডাক দিচ্ছে বিজেপি। আর ধর্মীয় মেরুকরণের জন্য বিজেপি বেছে নিয়েছে তাঁদের অন্যতম আক্রমণাত্মক অস্ত্র, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রতি সপ্তাহেই বাংলার নানা জায়গায় একাধিক সভা-সমাবেশ করছেন যোগী আদিত্যনাথ। রবিবার বাংলার ভোট প্রচারে এসেও চন্দননগের এসে সেই ধর্মীয় তাসকেই হাতিয়ার করলেন যোগী। বললেন, 'বাংলা আগে দেশকে দিশা দেখাত, আর এখন বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। এখন বাংলা অরাজকতা, অপরাধের ভূমি। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়। জয় শ্রীরাম বললে বাংলায় বাধা দেওয়া হয়। বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বাংলায় পরিবর্তন আনতে হবে। বাংলা যে পরিবর্তনের ভূমি, তা বুঝিয়ে দিতে হবে।'
বিজেপি এলে কী কী পরিবর্তন আসবে বাংলায়, তা বোঝাতে নিজের রাজ্য উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে ধরেছেন যোগী। বলেছেন, 'বাংলার আস্থায় আঘাত করেছেন মমতা। যুব সম্প্রদায়কে হতাশ করেছেন। মা-বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে মমতার জমানায়। বিজেপি যা বলে, তাই করে। চার বছরে উত্তরপ্রদেশের ভাগ্য বদলে দিয়েছি। আজ কোনও গুণ্ডা নেই উত্তরপ্রদেশে। চার লক্ষ যুবক-যুবতীদের চাকরি দিয়েছি। তাই বিজেপিকে রোখা যাবে না বাংলায়।'West Bengal supports BJP! Watch from Chandannagar, Hooghly, West Bengal... https://t.co/yIRQD8cfPb
— Yogi Adityanath (@myogiadityanath) April 4, 2021
যোগীর সংযোজন, 'বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে নানা জায়গায়। এটা তৃণমূলের বিদায়ের লক্ষণ। বাম, তৃণমূল আপনাদের কিচ্ছু দেয়নি।' নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত বলে এদিন দাবি করেছেন যোগীও। বলেন, 'নন্দীগ্রামে একটি বুথে দু'ঘণ্টা বসেছিলেন। বোঝাই যাচ্ছে, তিনি নিজের হার স্বীকার করে নিয়েছেন।'
এ রাজ্যের ভোটে মালদা থেকে ভোট প্রচার শুরু করেছিলেন যোগী আদিত্যনাথ। সেই সভা থেকেই যোগীর নজরে বাংলার হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগির অঙ্ক। এদিনও তার অন্যথা হয়নি। চন্দননগরের সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘সংস্কৃতির পীঠস্থান বাংলা। কিন্তু সেই বাংলার অবস্থা এখন কেমন তা সবার জানা। অরাজকতা চলছে, অপরাধ বেড়েছে। সেই জন্যই বাংলায় পরিবর্তন আনতে হবে।’ তাঁর সংযোজন, ‘রাম নাম সর্বত্র বিরাজমান। রাম নাম অপছন্দ করলে তাঁর কোথাও জায়গা নেই এ দেশের। বিজেপি এলে কী হয়, তা জম্মু-কাশ্মীরকে দেখে বুঝুন। আজ বাংলার যে কেউ কাশ্মীরে জমি কিনতে পারেন। কিন্তু বাংলাতে সেই দিন এখন নেই। তবে, আর মাত্র কয়েকদিন, তারপর বিজেপি এলেই তৈরি হবে সোনার বাংলা।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee, West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021, Yogi Adityanath